বোম্বে হাইকোর্টের কাছে আচমকা ৭ জনের উপর বেপরোয়া ছুরি চালাল কেনিয়ান নাগরিক, ধৃত অভিযুক্ত

 ছুরির আঘাতে একাধিক লোককে আঘাত করার অপরাধে কেনিয়ান নাগরিক গ্রেফতার করল মুম্বই পুলিশ। ঘটনাটি ঘটেছে বোম্বে হাইকোর্টের কাছেই।  

Web Desk - ANB | Published : Jun 2, 2022 5:49 AM IST / Updated: Jun 02 2022, 06:39 PM IST

 ছুরির আঘাতে একাধিক লোককে আঘাত করার অপরাধে কেনিয়ান নাগরিক গ্রেফতার করল মুম্বই পুলিশ। পুলিশ সূত্রে খবর, হামলাকারী ওই  কেনিয়ান নাগরিকের নাম সুজাস মেন্টি। বয়স ৪৫ বছর। ঘটনাটি ঘটেছে বোম্বে হাইকোর্টের কাছেই। পুলিশ সূত্রে খবর,  বোম্বে হাইকোর্টের কাছে একজন কেনিয়ান নাগরিককে আচমকাই বিপজ্জনকভাবে ছুরি চালাতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই ওই কেনিয়ান নাগরিক সাত জনের উপর আক্রমণ চালায়। মদ্যপ ছিল বলেই এমন ঘটনা ঘটিয়ে অভিযুক্ত ওই কেনিয়ান নাগরিক বলে অনুমান মুম্বাই পুলিশের।

পুলিশ সূত্রে খবর, হামলাকারী ওই  কেনিয়ান নাগরিকের নাম সুজাস মেন্টি। বয়স ৪৫ বছর। জানা গিয়েছে, বুধবার সন্ধ্যে নাগাদ বোম্বে হাইকোর্টের কাছে একজন কেনিয়ান নাগরিক আচমকাই ওই এলাকার ৭ জনের উপর বিপজ্জনকভাবে ছুরি চালায়। এদিকে অভিযুক্তের ছুরি আঘাতে গুরুতর জখম হয়ে ৪ জন জেজে হাসপাতালে চিকিৎসাধীন। তবে কী কারণে ছুরি দিয়ে আক্রমন করেন ওই কেনিয়ান নাগরিক, অভিযুক্তকে গ্রেফতারের পর তা জানার চেষ্টা করছে মুম্বই পুলিশ।মদ্যপ ছিল বলেই এমন ঘটনা ঘটিয়ে অভিযুক্ত ওই কেনিয়ান নাগরিক বলে অনুমান মুম্বাই পুলিশের।

আরও পড়ুন, 'কেকে-কে হত্যা করা হয়েছে, অপরাধ বোধে গান স্যালুট দিয়েছে সরকার', বিস্ফোরক দিলীপ

তবে এমন ঘটনা শুধু ভারতেই নয়, ছড়িয়ে রয়েছে সারা বিশ্বেই। হ্যালোউইনে ছুরি নিয়ে তান্ডব চালায় এক আততায়ী। ২৪ বছর বয়েসী এক যুবকের ছুরি নিয়ে হামলার ঘটনায় তোলপাড় বিশ্ব। জাপানের রাজধানী টোকিওর অন্যতম ব্যস্ত রেল স্টেশন শিনকুজুতে এই হামলার ঘটনা ঘটেছে। জাপানের স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ২৪ বছর বয়সী এক যুবক ‘ব্যাটমানের জোকারের পোশাকে’ টোকিওর একটি চলন্ত ট্রেনের এক বগিতে তরল দাহ্য পদার্থ ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে। এ সময় বগিতে বিস্ফোরণের শব্দ শোনা যায়।জানা গিয়েছে ওই ব্যক্তি বগির মধ্যে তরল হাইড্রোক্লোরিক অ্যাসিড ঢেলে দিয়েছিল। এরপরেই আগুন লেগে যায়। এই ঘটনায় ১৭ জনের আহত হওয়ার খবর পাওয়া যায়।  স্থানীয় সংবাদমাধ্যমগুলি জানাচ্ছে সারা শহর যখন হ্যালোউইনের পার্টিতে ব্যস্ত, তখন এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে। 

আরও পড়ুন, সন্ধ্যা ৭টার পর মহিলাদের দিয়ে কাজ করানো যাবে না, শর্ত সাপেক্ষে 'নাইট ডিউটি' যোগী রাজ্যে

ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয় ওই যুবককে। কেন সে এভাবে হামলা চালালো, তাইনিয়ে খতিয়ে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যেই গোটা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে। টোকিও ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে হামলার পর টোকিওর কিও লাইনে ট্রেন চলাচল আংশিক স্থগিত করা হয়। টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, ওই ঘটনার পর শিনজুকু রেল স্টেশনে অগ্নিনির্বাপণ কর্মী, পুলিশের অনেক সদস্যের পাশাপাশি জরুরি সার্ভিসের যানবাহন মোতায়েন করা হয়।

আরও পড়ুন, মাঙ্কিপক্স ও করোনাভাইরাস আসলে কী ? সংক্রমণে কোথায় এরা একে অপরের থেকে আলাদা

Share this article
click me!