Breaking News: হড়কে গিয়ে মাঝখান থেকে ভেঙে দুমড়ে গেল বিমান! নেতাজির জন্মদিনে মায়ানমারে ভয়ঙ্কর দুর্ঘটনা

Published : Jan 23, 2024, 01:05 PM IST
Myanmar

সংক্ষিপ্ত

২৩ জানুয়ারি সকাল ১০ টা নাগাদ রানওয়েতে হড়কে গিয়ে বিমানটি প্রায় মাঝখান থেকে ভেঙে দুমড়ে যায়।

নেতাজির জন্মবার্ষিকীতেই বিরাট বড় দুর্ঘটনা! ২৩ জানুয়ারি, মঙ্গলবার সকালবেলা মারাত্মক বড় বিপদের কবলে পড়ল মায়ানমারের একটি বিমান। বিমানটি ওই দেশের সেনাবাহিনীর বিমান বলে জানা গেছে। 



মঙ্গলবার সকালে ভারতের উত্তর -পূর্বের প্রতিবেশী দেশ মায়ানমারের সেনাবাহিনীর বিমানটি যাচ্ছিল ভারতের রাজ্য মিজোরামের ওপর দিয়ে। মিজোরামের এই রাজ্যের লেংপুই বিমানবন্দরে (Lengpui Airport Mizoram) অবতরণ করার চেষ্টা করছিলেন চালক । কিন্তু, পর্বতে ঘেরা এই বিমানবন্দরে অবতরণ করা খুবই কষ্টসাধ্য, এদিন সকালে এর রাস্তাও ছিল অত্যন্ত পিছল। সেই কারণেই, চাকা পিছলে গিয়ে প্রায় মৃত্যুর মুখে পড়ে যান যাত্রীরা। 




দুর্ঘটনার সময় ওই বিমানে প্রায় ১৪ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে । ২৩ জানুয়ারি সকাল ১০ টা নাগাদ রানওয়েতে হড়কে গিয়ে বিমানটি প্রায় মাঝখান থেকে ভেঙে দুমড়ে যায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি। 



এই ঘটনায় বিমানে থাকা ১৪ জন সেনার মধ্যে ৮ জন গুরুতরভাবে আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করা হয়েছে। 

 

PREV
click me!

Recommended Stories

গোয়ার নাইট ক্লাবে আগুনে পুড়ে মৃত ২৫, গ্রেফতার ৪, জানালেন প্রমোদ সাওয়ান্ত
বাংলায় বাবরি মসজিদ? ফুঁসছেন সাধ্বী ঋতম্বরা, বাগেশ্বর বাবা, দেবকিনন্দন ঠাকুর ও মৌলনা ইয়াসুব