ফের মেডিক্যাল কলেজে রহস্য মৃত্যু! হস্টেলের ঘরে উদ্ধার ছাত্রের রক্তাক্ত দেহ, ধোঁয়াশায় পুলিশ

Published : Oct 07, 2024, 01:02 PM IST
Murder

সংক্ষিপ্ত

ফের মেডিক্যাল কলেজে রহস্য মৃত্যু! হস্টেলের ঘরে উদ্ধার ছাত্রের রক্তাক্ত দেহ, ধোঁয়াশায় পুলিশ

দেশে ফের মেডিক্যাল ছাত্রের রহস্য মৃত্যু! রবিবার উত্তরপ্রদেশের শাহজাহানপুর জেলার একটি বেসরকারি মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস দ্বিতীয় বর্ষের এক ছাত্রের মৃতদেহ উদ্ধার হয়। ঘটনাটি আত্মহত্যা নাকি অসৎ উদ্দেশ্যপ্রণোদিত, তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। নিহত ছাত্রের নাম কুশাগ্র বলে জানা গিয়েছে।

পুলিশ জানিয়েছে, কুশাগ্র প্রতাপ সিং নামে ওই ছাত্রকে এদিন সকালে হস্টেলের ঘরের বাইরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পুলিশ সুপার রাজেশ যশ জানান, "মেডিক্যাল কলেজ থেকে দ্বিতীয় বর্ষের এক ছাত্রের দেহ পাওয়ার খবর পেয়েছি আমরা। ঘটনাস্থল খতিয়ে দেখার পরে জানা যায়, ওই ছাত্রের কক্ষ নিচতলায় এবং ওই এলাকায় আর কেউ নেই। তিনতলা থেকে পড়ে মৃত্যু হয়েছে অথবা কেউ ধাক্কা খেয়ে ফেলে দিয়েছে ওই ছাত্রকে বলেই অনুমান করা যাচ্ছে প্রাথমিক ভাবে। এটি আত্মহত্যা নাকি ষড়যন্ত্র তা খতিয়ে দেখছে পুলিশ।"

ইতিমধ্যেই সিল করে দেওয়া হয়েছে নিহত ছাত্রের ঘর এবং তদন্তের অংশ হিসাবে সহপাঠীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ এবং আরও তথ্য পাওয়ার জন্য স্থানীয়দেরও জিজ্ঞাসাবাদ করছে। কুশাগ্রের দেহ উদ্ধারের ঘটনায় হতবাক মেডিক্যাল কলেজের অন্য পড়ুয়ারা। এক পড়ুয়া জানান “এটা ভয়ঙ্কর। আমরা জানি না কী ঘটেছিল, তবে এখানে এমন কিছু ঘটতে পারে তা ভাবতে খুব অস্বস্তি লাগছে”। গোরক্ষপুরে কুশাগ্রের পরিবারকে ঘটনার কথা জানানো হয়েছে এবং তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

PREV
click me!

Recommended Stories

উত্তর গোয়ায় নৈশক্লাবে অগ্নিকাণ্ড, তাইল্যান্ড থেকে আটক পলাতক দুই মালিক
কেন্দ্রকে নজিরবিহীন আক্রমণ, SIR নিয়ে লোকসভায় একী বললেন ডিম্পল যাদব, দেখুন