গৌতম আদানি ও মুকেশ অম্বানিকে নিয়ে রাহুল গান্ধীকে নিশানা করেন নরেন্দ্র মোদী। পাল্টা উত্তর দিলেন প্রিয়াঙ্কা গান্ধী।
রাহুল গান্ধী দীর্ঘ দিন ধরেই মুকেশ অম্বানি ও গৌতম আদানিকে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছে। মোদী সরকারকে তিনি স্যুট-বুটের সরকার বলেও কটাক্ষ করেছেন। এবার পাল্টা দেশের দুই শিল্পপতিদের নিয়েই রাহুল গান্ধীকে পাল্টা নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, আদানি-অম্বানিদের নিয়ে চুপ কেন? ভোট ঘোষণার পরে তিনিও কি এই ব্যবসায়ীদের থেকে টাকা নিয়েছেন- প্রশ্ন ছুঁড়েদেন নরেন্দ্র মোদীকে।
তেলাঙ্গনার একটি জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 'পাঁচ বছর ধরে কংগ্রেসের শেহজাদে একটা কথাই বলে আসছিলেন। রাফাল ইস্যুতে গ্রাউন্ডেড হয়ে যাওয়ার পের তিনি নতুন মন্ত্র শুরু করেন। পাঁচটি শিল্পপতি, পাঁচটি শিল্পপতি পাঁচটি শিল্পপতি। ধীরে ধীরে তিনি অম্বানি-আদানি বলতে শুরু করেন। কিন্তু নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই তিনি চুপ। আদানি অম্বানিকে গালি দেওয়া বন্ধ করে দিয়েছিলেন। আপারা কি অম্বানিদের কাছ থেকে টাকা নিয়েছি? কুছ তো কালা হ্যায়। আপনি পাঁচ বছর ধরে তাদের গালাগালি করছেন। তারপরে সেই বিষয়টি রাতারাতি বন্ধ হয়ে গেল!'
Watch Video: 'টার্গেট কিলিং ভারতীয়রা জড়িত', ভারত বিরোধী দাবি করেও বিশ্বে মুখ পুড়ল পাকিস্তানের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাল্টা মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ রাহুল গান্ধী বরাবরই নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে দেশের শীর্ষস্থানীয় শিল্পপতিদের পক্ষ নেোযার অভিযোগ করেছেন। কংগ্রেস নেতা আরও বলেছেন যে বিজেপি সরকার ২২জন ভারতীয় বিলিওনিয়ার ব্যবসায়ীকে তৈরি করেছে। কংগ্রেস এই নির্বাচনে এসে কোটি কোটি মানুষকে লাখপতি করবে।
তবে মোদী এই মন্তব্য যে রাজ্যে দাঁড়িয়ে করেছেন তাও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ তেলাঙ্গানায় কংগ্রেস সরকার। সম্প্রতি আদানি গ্রুপের সঙ্গে এই রাজ্যের সরকার কোটি কোটি টাকার চুক্তি করেছে। বিভিন্ন সেক্টরে আদানি গ্রুপ ১২ ৪০০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে। তাই নরেন্দ্র মোদী রাহুল গান্ধীকে তেলাঙ্গনার মাটিতে দাঁড়িয়ে আদানি ইস্যুতে আক্রমণ করেছেন।
ভোটের মধ্যেই ভাইপোর হাত ছাড়লেন পিসি, সরিয়ে দেওয়া হল দলের উত্তরসূরীর পদ থেকে
নরেন্দ্র মোদীর এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেন, 'এই সব অভিযোগ করার আগে প্রধানমন্ত্রী বলেন দেশের সম্পত্তি তিনি কাজের হাতে তুলে দিয়েছেন?' যদিও এখনও পর্যন্ত রাহুল গান্ধী এই নিয়ে কোনও মন্তব্য করেননি।