সংক্ষিপ্ত
মধ্যপ্রদেশে ভোট প্রচারে নরেন্দ্র মোদী। ব্যাখ্যা দিলেন কেন বিজেপি ৪০০ আসন চাইছে। জানালেন এই নির্বাচন কতটা গুরুত্বপূর্ণ দেশের জন্য।
চলতি লোকসভা নির্বাচনে বিজেপি বারবার ৪০০ আসন পাওয়ার কথা বলছে। স্লোগানই তুলেছে 'এইবার ৪০০ পার'। নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ সকলেই এনডিএ -জোট যাতে ৪০০ আসন পায় তারই আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার মধ্যপ্রদেশে ভোট প্রচারে নরেন্দ্র মোদী স্পষ্ট করে বলেছেন কেন বিজেপি এনডিএ জোটকে ৪০০ আসন দেওয়ার কথা বলছে।
মধ্যপ্রদেশে ভোট প্রচারে নরেন্দ্র মোদী বলেছেন, এই লোকসভা নির্বাচনে এনডিএ জোট ৪০০ আসনে জিততে চেয়েছে। তার একটি কারণ হল রাম মন্দির। কংগ্রেস যাতে অযোধ্য়ায় রাম মন্দিরে 'বাবরি তালা' লাগিয়ে দিতে না পারে তারই জন্য। তিনি আরও বলেন, তিনি চলতি লোকসভা ভোটে এনডিএ-র জন্য ৪০০ আসন চাইছেন তা দেশের জন্যই। কারণ দেশের উন্নয়ন তাতে আরও দ্রুত হবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোট প্রচারে আরও বলেন, 'মোদী ৪০০ আসন চায়, যাতে আমি কংগ্রেস ও ইন্ডিয়া জোটের সমস্ত ষড়যন্ত্র বন্ধ করতে পারি। মোদী ৪০০ আসন চায় যাতে কংগ্রেস দেশের উন্নয়ন ব্যবহত করার জন্য ৩৭০ ধারা ফিরিয়ে আনতে না পারে। মোদী ৪০০ আসন চায় কারণ কংগ্রেস যাতে অযোধ্যায় রাম মন্দিরে বাবরি তালা না লাগাতে পারে। ' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেন, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ৪০০টি আসন পেলে দেশের অখণ্ডতা বজায় রাখা হবে। কংগ্রেস দেশের খালি জমি ও দ্বীপগুলি অন্য দেশকে দিয়ে দিতে না পারে- তা নিশ্চিত করার জন্যই ৪০০ আসন জরুরি বলেও দাবি করেছেন।
প্রধানমন্ত্রী এদিন মুসলিমদের সংরক্ষণ সুবিধার পক্ষে জাতীয় জনতা দলের সভাপতি লালু প্রসাদের বক্তব্যেরও নিন্দা করেছেন প্রধানমন্ত্রী মোদি। তিনি বলেছেন, আরজেডি বিরোধী ইন্ডিয়া জোটের সদস্য। তিনি বলেন, এনডিএ ৪০০ আসন পেলে এসটি, এসসি, ওবিসিদের দেওয়া সংরক্ষণ কেড়ে নিচে পারবে না বিরোধীরা। সাত দফায় নির্বাচন হচ্ছে দেশে। এদিন ছিল তৃতীয় দফা। ভোটের ফল প্রকাশ আগামী ৪ জুন।