৩৭০ ধারাতেই জম্মু কাশ্মীরে লম্বা হয়েছে বিচ্ছিন্নতাবাদ ও সন্ত্রাসবাদের শিকড়


৩৭০ ধারা বাতিল করা নিয়ে রাজনৈতিক বিতর্ক চলছে। তার মধ্যেই জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর মতে ৩৭০ ধারার জন্যই কাশ্মীরে উন্নয়ন হয়নি। আর সেই হতাশা থেকেই যুবরা ঝুঁকছেন বিচ্ছিন্নতাবাদ ও সন্ত্রাসবাদের দিকে।

৩৭০ ধারা বাতিল করা উচিত হয়েছে কি হয়নি এই নিয়েই এখন রাজনৈতিক মহলে বিতর্ক চলছে। লোকসভায় এই বিল পাশ হওয়ার পর প্রথমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়ে প্রতিক্রিয়া দিলেন। তাঁর এই প্রতিক্রিয়া এল জাতির উদ্দেশ্যে ভাষণে। জম্মু ও কাশ্মীরে পরিবারতন্ত্র, বিচ্ছিন্নতাবাদ ও সন্ত্রাসবাদের পিছনে সরাসরি ৩৭০ ধারাকেই দায়ী করলেন তিনি।

এদিন তিনি বলেন, ৩৭০ ধারা থাকাতেই এতদিন জম্মু-কাশ্মীরে পরিবারতন্ত্র, বিচ্ছিন্নতাবাদ ও সন্ত্রাসবাদের শিকড় লম্বা হয়েছে। তাঁর মতে কয়েকটি পরিবার কাশ্মীরে রাজনীতিকে তাদের কুক্ষিগত করে রেখেছে। ৩৭০ ধারা বাতিল হলে তাঁদের একাধিপত্য আর থাকবে না। সেই কারণেই এতদিন তাঁরা এই ধারা বাতিলের বিরোধিতা করে এসেছেন।

Latest Videos

অথচ, এই ধারার জন্যই বাকি দেশের মানুষ যেসব সরকারি প্রকল্পের সুবিধা পান, আইনি সুযোগ পান তা থেকে বঞ্চিত হয়েছেন কাশ্মীরিরা। আর দীর্ঘদিন ধরে এই ব্যবস্থা চলতে থাকায় কাশ্মীরি নতুন প্রজন্ম ক্রমে হতাশ হয়ে পড়েছেন। তাঁরা ধরেই নিয়েছেন অবস্থার কোনও পরিবর্তন ঘটবে না। তাই যুব সম্প্রদায় অনেক সময়ই বিচ্ছিন্নতাবাদ বা সন্ত্রাসবাদের দিকে ঝুঁকেছে

আর এই বিষয়ে আড়াল থেকে মদত দিত পাকিস্তান। কিন্তু ৩৭০ ধারা বাতিল হওয়ার পর এই অবস্থা থেকে মুক্তি পাবে কাশ্মীরি জনতা, এটাই নরেন্দ্র মোদীর বিশ্বাস।

 

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury