Breaking News: অযোধ্যার মন্দিরে উন্মোচিত হল ভগবান শ্রী রামের মুখ, চরণে পদ্ম অর্পণ করলেন নরেন্দ্র মোদী

২২ জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা করার পর দুপুর সাড়ে ১২টা নাগাদ খুলে দেওয়া হল মূর্তির চোখ।

Sahely Sen | Published : Jan 22, 2024 7:11 AM IST

অযোধ্যার রাম মন্দিরে পুজোর মহেন্দ্র ক্ষণ অতিক্রান্ত। পদ্ম ফুল হাতে নিয়ে গর্ভগৃহে পুজো দিলেন নরেন্দ্র মোদী। তাঁর পাশে দেখা গেল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসঙ্ঘচালক মোহন ভাগবতকে। 

-

মন্দিরের স্থাপিত হওয়ার পর থেকে বেঁধে রাখা হয়েছিল ভগবান রামের মূর্তির চোখ। ভগবান ভক্তের চোখের সঙ্গে একাত্ম হয়ে গেলে মন্দির ছেড়ে বেরিয়ে যেতে পারেন – এই জ্যোতিষ বিশ্বাস মেনে মুর্তির চোখ হলুদ কাপড়ে মুড়ে রাখা হয়েছিল। ২২ জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা করার পর দুপুর সাড়ে ১২টা নাগাদ খুলে দেওয়া হল মূর্তির চোখ।

Read more Articles on
Share this article
click me!