আগামী ৬ বছরের জন্য ভোটে লড়তে পারবেন না নরেন্দ্র মোদী? ভোটের আগেই আসতে পারে ব্রেকিং নিউজ
লোকসভা নির্বাচন ২০২৪ সালের প্রথম দফার ভোটগ্রহণ ১৯শে এপ্রিল হতে চলেছে। দিল্লি দখলের লড়াইতে শেষ হাসি কে হাসবে, তা জানা যাবে ২রা জুন। এদিকে নরেন্দ্র মোদীকে মুখ হিসেবে রেখে জোর কদমে দেশ জুড়ে প্রচার শুরু করেছে বিজেপি। কিন্তু ভোটে কি লড়তে পারবেন মোদী?
দিল্লি হাই কোর্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একটি পিটিশন দায়ের করা হল। আগামী ৬ বছরের জন্য মোদীকে নির্বাচনে দাঁড়ানোর অযোগ্য ঘোষণা করা হোক, আবেদন জানিয়েছেন এক আইনজীবী।
বিজেপির ‘মুখ’ নরেন্দ্র মোদী। দেশের প্রধানমন্ত্রী যে অত্যন্ত তুখোড় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তা অস্বীকার করার কোনও উপায় নেই। কিন্তু এবার তাঁর বিরুদ্ধেই দায়ের হল পিটিশন।
আইনজীবী আনন্দ এস জোন্ধলে এই পিটিশন দায়ের করেছেন। তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী হিন্দু এবং শিখ দেব-দেবী এবং পূজাস্থলের নামে বিজেপির জন্য ভোট চেয়েছেন।
বর্তমানে লোকসভা নির্বাচনের জন্য রাজ্যে রাজ্যে ঘুরে ভোট প্রচার করছেন মোদী। গত ৯ এপ্রিল উত্তর প্রদেশ গিয়েছিলেন প্রধানমন্ত্রী। পিলিভিতে ভাষণও দেন তিনি। সেই ভাষণের কারণেই মোদীর বিরুদ্ধে পিটিশন দায়ের করেছেন আইনজীবী আনন্দ।
তাঁর অভিযোগ, শুধুমাত্র হিন্দু এবং শিখ দেবদেবতা এবং তাদের পুজাস্থলের নামে ভোট চেয়েছেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে মুসলিমদের পক্ষ নেওয়া বিরোধী দলগুলির বিরোধিতা করেছেন বলে দাবি আনন্দের।
দিল্লি হাই কোর্টের কাছে পিটিশনকারীর আবেদন, জন প্রতিনিধিত্ব অধিনিয়মের অধীন মোদীকে আগামী ৬ বছরের জন্য ভোটে দাঁড়ানোর অযোগ্য হিসেবে ঘোষণা করা হোক। এই বিষয়ে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়ার আর্জিও জানিয়েছেন আনন্দ। দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পিটিশন! স্বাভাবিকভাবেই এই খবর প্রকাশ্যে আসার পর শোরগোল পড়ে গিয়েছে।
প্রতিবেদন অনুসারে, পিটিশনে বলা হয়েছে নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের তরফ থেকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তৎক্ষণাৎ পদক্ষেপ গ্রহণ করা উচিত। ভোট চলে এসেছে। তার আগে এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছেন আনন্দ।