Modii Cabinet: মোদীর মন্ত্রিসভায় নতুন মুখ দুই মুখ্যমন্ত্রী, দেখুন পূর্ণমন্ত্রী-প্রতিমন্ত্রীর সম্পূর্ণ তালিকা

বিজেপি সূত্রের খবর সকরার গঠনের ২৭২ এর ম্যাজিক ফিগার পার পার করতে পারেনি বিজেপি। আর সেই কারণে শরিকদের পাঁচ জন পূর্ণমন্ত্রী ও ৬ জন প্রতিমন্ত্রীর পদ ছাড়তে হয়েছে।

 

নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় ৩০ জন পূর্ণমন্ত্রী আর ৪১ জন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেছেন। ৪১ জনের মধ্যে রয়েছে ৫ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। সবমিলিয়ে ৭২ জনকে নিয়ে তৈরি হয়েছে মোদী সরকারের মন্ত্রিসভা। বিজেপি সূত্রের খবর সকরার গঠনের ২৭২ এর ম্যাজিক ফিগার পার পার করতে পারেনি বিজেপি। আর সেই কারণে শরিকদের পাঁচ জন পূর্ণমন্ত্রী ও ৬ জন প্রতিমন্ত্রীর পদ ছাড়তে হয়েছে। তবে অজিত পাওয়ারের এনসিপি-র কেউ মন্ত্রী হিসেবে শপথ নেয়নি।

মোদী সরকারের পূর্ণমন্ত্রীদের তালিকাঃ

Latest Videos

রাজনাথ সিং

অমিত শাহ

নিতিন গড়করি

জেপি নাড্ডা

শিবরাজ সিং চৌহান

নির্মলা সীতারমন

এস জয়শঙ্কর

মনোহর লাল খট্টর

এইচডি কুমারস্বামী

পীযূষ গয়াল

ধর্মেন্দ্র প্রধান

জিতন রাম মাঞ্জি

রাজীব রঞ্জন সিং ওরফে লালন সিং

সর্বানন্দ সোনোয়াল

ডাঃ বীরেন্দ্র কুমার

কিঞ্জরাপু রাম মোহন নাইডু

প্রহ্লাদ জোশী

জুয়াল ওরাম

গিরিরাজ সিং

অশ্বিনী বৈষ্ণব

জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

ভূপেন্দর যাদব

গজেন্দ্র সিং শেখাওয়াত

অন্নপূর্ণা দেবী

কিরেন রিজিজু

হরদীপ সিং পুরী

মনসুখ মান্ডাভিয়া

জি কিষাণ রেড্ডি

চিরাগ পাসওয়ান

সি আর পাতিল

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীঃ

রাও ইন্দ্রজিৎ সিং

জিতেন্দ্র সিং

অর্জুন রাম মেঘওয়াল

প্রতাপরাও গণপতরাও যাদব

জয়ন্ত চৌধুরী

প্রতিমন্ত্রীঃ

জিতিন প্রসাদা

শ্রীপাদ নায়েক

পঙ্কজ চৌধুরী

কৃষাণ পাল গুর্জর

রামদাস আটওয়ালে

রাম নাথ ঠাকুর

নিত্যানন্দ রাই

অনুপ্রিয়া প্যাটেল

ভি সোমান্না

ডাঃ চন্দ্র শেখর পেমমাসানি

এসপি সিং বাঘেল

শোভা করন্দলাজে

কীর্তি বর্ধন সিং

বিএল ভার্মা

শান্তনু ঠাকুর

সুরেশ গোপী

এল মুরুগান

অজয় তমটা

বন্দী সঞ্জয় কুমার

কমলেশ পাসোয়ান

ভগীরথ চৌধুরী

সতীশ চন্দ্র দুবে

সঞ্জয় শেঠ

রবনীত সিং বিট্টু

দুর্গা দাস উইকে

রক্ষা খাডসে

সুকান্ত মজুমদার

সাবিত্রী ঠাকুর

তোখন সাহু

রাজভূষণ চৌধুরী

ভূপতিরাজু শ্রীনিবাস ভার্মা

হর্ষ মালহোত্রা

নিমুবেন জয়ন্তীভাই বামহানিয়া

মুরলীধর মহল

জর্জ কুরিয়ান

পবিত্র মার্গেরিতা

মোদীর মন্ত্রিসভায় নতুন মুখঃ

জিতিন প্রসাদ

সিআর পাতিল

সুরেশ গোপী

বান্দি সঞ্জয়

রভনীত বিট্টু

শিবরাজ সিং চৌহান

মনোহরলাল খট্টর

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'নরেশ আগরওয়াল, মুকুল ঘোষ কে হয় আপনার মুখ্যমন্ত্রী?' চরম প্রশ্ন সুকান্তর | Sukanta Majumdar Today
‘অভয়ার জন্য আন্দোলনের প্রতিশোধ নিচ্ছেন Mamata Banerjee’ মমতাকে দুষলেন BJP নেত্রী Agnimitra Paul
North 24 Parganas News Today: আগুনের লেলিহান শিখার কবলে বিরিয়ানির দোকান! চরম আতঙ্ক Barrackpur-এ
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
তাপস রায়ের বিস্ফোরক প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা | Tapas Roy | Mamata Banerjee