Modii Cabinet: মোদীর মন্ত্রিসভায় নতুন মুখ দুই মুখ্যমন্ত্রী, দেখুন পূর্ণমন্ত্রী-প্রতিমন্ত্রীর সম্পূর্ণ তালিকা

Published : Jun 09, 2024, 11:24 PM IST
Narendra Modis Cabinet  Check List of 30 Cabinet Ministers and 7 New Faces bsm

সংক্ষিপ্ত

বিজেপি সূত্রের খবর সকরার গঠনের ২৭২ এর ম্যাজিক ফিগার পার পার করতে পারেনি বিজেপি। আর সেই কারণে শরিকদের পাঁচ জন পূর্ণমন্ত্রী ও ৬ জন প্রতিমন্ত্রীর পদ ছাড়তে হয়েছে। 

নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় ৩০ জন পূর্ণমন্ত্রী আর ৪১ জন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেছেন। ৪১ জনের মধ্যে রয়েছে ৫ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। সবমিলিয়ে ৭২ জনকে নিয়ে তৈরি হয়েছে মোদী সরকারের মন্ত্রিসভা। বিজেপি সূত্রের খবর সকরার গঠনের ২৭২ এর ম্যাজিক ফিগার পার পার করতে পারেনি বিজেপি। আর সেই কারণে শরিকদের পাঁচ জন পূর্ণমন্ত্রী ও ৬ জন প্রতিমন্ত্রীর পদ ছাড়তে হয়েছে। তবে অজিত পাওয়ারের এনসিপি-র কেউ মন্ত্রী হিসেবে শপথ নেয়নি।

মোদী সরকারের পূর্ণমন্ত্রীদের তালিকাঃ

রাজনাথ সিং

অমিত শাহ

নিতিন গড়করি

জেপি নাড্ডা

শিবরাজ সিং চৌহান

নির্মলা সীতারমন

এস জয়শঙ্কর

মনোহর লাল খট্টর

এইচডি কুমারস্বামী

পীযূষ গয়াল

ধর্মেন্দ্র প্রধান

জিতন রাম মাঞ্জি

রাজীব রঞ্জন সিং ওরফে লালন সিং

সর্বানন্দ সোনোয়াল

ডাঃ বীরেন্দ্র কুমার

কিঞ্জরাপু রাম মোহন নাইডু

প্রহ্লাদ জোশী

জুয়াল ওরাম

গিরিরাজ সিং

অশ্বিনী বৈষ্ণব

জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

ভূপেন্দর যাদব

গজেন্দ্র সিং শেখাওয়াত

অন্নপূর্ণা দেবী

কিরেন রিজিজু

হরদীপ সিং পুরী

মনসুখ মান্ডাভিয়া

জি কিষাণ রেড্ডি

চিরাগ পাসওয়ান

সি আর পাতিল

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীঃ

রাও ইন্দ্রজিৎ সিং

জিতেন্দ্র সিং

অর্জুন রাম মেঘওয়াল

প্রতাপরাও গণপতরাও যাদব

জয়ন্ত চৌধুরী

প্রতিমন্ত্রীঃ

জিতিন প্রসাদা

শ্রীপাদ নায়েক

পঙ্কজ চৌধুরী

কৃষাণ পাল গুর্জর

রামদাস আটওয়ালে

রাম নাথ ঠাকুর

নিত্যানন্দ রাই

অনুপ্রিয়া প্যাটেল

ভি সোমান্না

ডাঃ চন্দ্র শেখর পেমমাসানি

এসপি সিং বাঘেল

শোভা করন্দলাজে

কীর্তি বর্ধন সিং

বিএল ভার্মা

শান্তনু ঠাকুর

সুরেশ গোপী

এল মুরুগান

অজয় তমটা

বন্দী সঞ্জয় কুমার

কমলেশ পাসোয়ান

ভগীরথ চৌধুরী

সতীশ চন্দ্র দুবে

সঞ্জয় শেঠ

রবনীত সিং বিট্টু

দুর্গা দাস উইকে

রক্ষা খাডসে

সুকান্ত মজুমদার

সাবিত্রী ঠাকুর

তোখন সাহু

রাজভূষণ চৌধুরী

ভূপতিরাজু শ্রীনিবাস ভার্মা

হর্ষ মালহোত্রা

নিমুবেন জয়ন্তীভাই বামহানিয়া

মুরলীধর মহল

জর্জ কুরিয়ান

পবিত্র মার্গেরিতা

মোদীর মন্ত্রিসভায় নতুন মুখঃ

জিতিন প্রসাদ

সিআর পাতিল

সুরেশ গোপী

বান্দি সঞ্জয়

রভনীত বিট্টু

শিবরাজ সিং চৌহান

মনোহরলাল খট্টর

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

8th Pay Commission: অষ্টম বেতন কমিশন নিয়ে সরকার জানাল সাফ কথা! ২.৮৬ হারে বৃদ্ধি পেতে পারে বেতন?
যোগী সরকারের উত্তরপ্রদেশ ডিজিটাল পাওয়ারহাউস: স্টার্টআপ, আইটিতে রেকর্ড বৃদ্ধি