নতুন বছরের দ্বিতীয় দিন। বর্ষ বরণের উল্লাস শেষ। কাজে ফিরছে গোটা দেশ। নতুন করে নতুন উদ্যমে কাজ শুরু হয়েছে। রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে সুরু করে সাধারণ মানুষ - আজ থেকে সকলেই স্বাভাবিক।
১. সামনেই বাজেট অধিশেন। আর সেই কারণে দেশের জাতীয় রাজধানী দিল্লিতে প্রস্তুতি তুঙ্গে। অন্যদিকে সংসদ নির্মাণের কাজও জোর কদমে চলছে। এই অবস্থায়েই নতুন বছর দেশের ১০ রাজ্য নির্বাচন। কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিয়েছে বিজেপি। কংগ্রেস ব্যস্ত ভারত জড়ো যাত্রা নিয়ে। রাহুল গান্ধীর নেতৃত্বে এই যাত্রা বর্তমানে দিল্লিতে রয়েছে। বুধবার থেকে নতুন করে শুরু হবে ভারত জোড়ো যাত্রা।
২. বছরের প্রথম দিনেই দিল্লিতে ছিল তীব্র জানযট। অক্ষরধামের রাস্তায় গাড়ির সারি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। দিল্লিতে দুর্ঘটনাও ঘটেছে। এক মহিলাকে গাড়ির চাকায় পিশে দীর্ঘ সময় টেনে নিয়ে আসার অভিযোগ গ্রেফতার করা হয়েছে তিন জনকে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আরও জানতে ক্লিক করুন নিচের লিঙ্কে
বেপরোয়া গতির বলি আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, প্রতিবাদে নিউটাউনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ পড়ুয়াদের
৩. রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ২০২৩ সাল দেশের খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আগামী বছর দেশে মোট ১০টি রাজ্যের নির্বাচন হওয়ার কথা। উত্তর-পূর্বের তিনটি রাজ্য ত্রিপুরা, মেঘালয় এবং নাগাল্যান্ডে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। একই সময়ে, এপ্রিল-মে মাসে দক্ষিণ ভারতের রাজ্য কর্ণাটকের বিধানসভা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হবে। আরও জানতে ক্লিক করুন নিচের লিঙ্কে
৪. শ্লীলতাহানির অভিযোগে সদ্যই পদ খোয়াতে হয়েছে হরিয়ানার ক্রীড়া মন্ত্রী সন্দীপ সিংকে। তাঁর বিরুদ্ধে অভিযোগ জুনিয়র অ্যাথলেটিক্সের মহিলা কোচের শ্লীলতাহানি করেছেন । রবিবার নির্যাতিতা মহিলা হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজের সঙ্গে দেখা করেছেন। পাশাপাশি নিজের অবস্থার কথাও জানিয়েছেন। মহিলা কোচ জানিয়েছেন সন্দীপের বিরুদ্ধে যদি কড়া পদক্ষেপ নেওয়া হয় তাহলে আরও যে মহিলারা তাঁর হাতে শারীরিক ও মানসিক নির্যাতিত হয়েছে তারা এগিয়ে আসবে। সন্দীপের বিরুদ্ধে মুখ খোলার সাহস পাবে। আজও এই সংক্রান্ত খবরে আমরা চোখ রাখব। বাকি জানতে ক্লিক করুন নিচের লিঙ্কে।
সোশ্যাল মিডিয়াতে হেনস্থা, হরিয়ানার মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ মহিলা কোচের
৫. শ্লীলতাহানির অভিযোগে সদ্যই পদ খোয়াতে হয়েছে হরিয়ানার ক্রীড়া মন্ত্রী সন্দীপ সিংকে। তাঁর বিরুদ্ধে অভিযোগ জুনিয়র অ্যাথলেটিক্সের মহিলা কোচের শ্লীলতাহানি করেছেন । রবিবার নির্যাতিতা মহিলা হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজের সঙ্গে দেখা করেছেন। পাশাপাশি নিজের অবস্থার কথাও জানিয়েছেন। মহিলা কোচ জানিয়েছেন সন্দীপের বিরুদ্ধে যদি কড়া পদক্ষেপ নেওয়া হয় তাহলে আরও যে মহিলারা তাঁর হাতে শারীরিক ও মানসিক নির্যাতিত হয়েছে তারা এগিয়ে আসবে। সন্দীপের বিরুদ্ধে মুখ খোলার সাহস পাবে। বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিঙ্কে
যৌন হেনস্থার অভিযোগে ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে এফআইআর, মুখ্যমন্ত্রীর কাছে হস্তান্তর ক্রীড়া দফতর
৬. নতুন বছরের শুরুতেই সুখবর। এক ধাক্কায় নামল কোভিড গ্রাফ। বছরের প্রথম দিনই স্বস্তির খবর দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। গত ২৪ ঘন্টায় শুধু কোভিড অ্যাকটিভ কেসের সংখ্যা যে কমেছে তাই নয়, বেড়েছে দৈনিক সুস্থতার হারও। উৎসবের মেজাজে কোভিডের বাড়বাড়ন্ত চিন্তায় ফেলেছিল প্রশাসনকে। ২৫ ডিসেম্বর থেকেই উৎসবের আনন্দে মেতে ওঠে দেশবাসী। এই পরিস্থিতিতে সংক্রমণ বাড়ার ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। কিন্তু ১ জানুয়ারি রবিবার স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্টে দেখা গেল অনেকটাই কমেছে কোভিড অ্যাকটিভ কেসের সংখ্যা। বছরের শুরুতে এই খবর স্বস্তি দিয়েছে দেশবাসীকে। দেশে নতুন করে বাড়ছে করোনা সংক্রান। এই খবরেও আমরা নজর রাখব দিনভর। বাকিটা দেখুন লিঙ্কে
বছরের শুরুতেই স্বস্তি, এক ধাক্কায় কমল দৈনিক আক্রান্তের সংখ্যা, বাড়ল সুস্থতার হারও
৭. নতুন বছেরে প্রথম দিনেই ভারত-পাকিস্তান দুটি যুযুধান দেশ পারস্পরিক তথ্য আদান প্রদান করেছে। দুটি তথ্য আদান প্রদান হয়েছে দুটি দেশের মধ্যে। একটি পারমাণবিক শক্তি সম্পর্কিত তথ্য। অন্যটি হল দুই দেশের বন্দি সম্পর্কিত তথ্য। ভারতের জেলে কয়জন পাকিস্তানি আটকে রয়েছে আর পাকিস্তানের জেলে কতজন ভারতীয় নাগরিক রয়েছে তারও তথ্য একে অপরের হাতে তুলে দিয়েছে। পারমাণবিক তথ্য দেওয়ার পাশাপাশি দুটি দেশই পরস্পরের কাথা অঙ্গিকারবদ্ধ যে দুই দেশের মধ্যে শত্রুতা চরমে উঠলেও এগুলি দিয়ে হামলা চালান যাবে না।
৮. বছরের প্রথম দিনেও খবরে শিরোনামে ছিল জম্মু ও কাশ্মীর। এদিনই উত্তপ্ত ভূস্বর্গ। সেখানে নিরাপত্তা জওয়ানদের অস্ত্রি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। চলতে বছর এই কেন্দ্র শাসিত অঞ্চলেও ভোচের সম্ভাবনা রয়েছে। তার প্রস্তুতিতেও বিঘ্ন ঘটাটে চাইছে জঙ্গিরা। অভিযোগ স্থানীয় প্রশাসনের।
৯. উত্তর-পশ্চিম ভারতের বড় অংশে শৈত্যপ্রবাহের অবস্থা ফিরে এসেছে এবং আবহাওয়া অফিস আগামী তিনদিন উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তর প্রদেশে ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে। আবহাওয়া অফিস বলেছে যে উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তর প্রদেশ এবং পশ্চিম মধ্য প্রদেশের বিচ্ছিন্ন পকেট আগামী দুই দিনের মধ্যে ঠান্ডা দিনের পরিস্থিতি অনুভব করতে পারে।
১০.এক সপ্তাহের মধ্যে আবারও বিপত্তি অন্ধ্র প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর জনসভায়। বছরের প্রথম দিনে গুন্টুর জেলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা টিডিপি নেতা চন্দ্রবাবু নায়ডুর জনসভায় পদদলিত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। মাত্র চার দিনের ব্যবধানে এটি দ্বিতীয় ঘটনা। ২০২৪ সালের বিধানসভা নির্বাচনের জন্য এই রাজ্যে একটানা প্রচার করছেন তিনি। সেখানেই ঘটছে এই দুর্ঘটনা।