School Inauguration- শিশুরাই ভবিষ্যৎ! শিশু দিবসে ১৩৮টি স্কুল উদ্বোধন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের

শিশু দিবসে নজিরবিহীন সিদ্ধান্ত ওড়িশা সরকারের।  এদিন ওড়িশায় ১৩৮টি নয়া স্কুলের উদ্বোধন করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। স্কুল রূপান্তর প্রকল্পের আওতায় এই নতুন স্কুল গুলির উদ্বোধন করা হয়েছে বলেই জানা গেছে। 
 

দেশের শিশু সমাজ হল দেশের ভবিষ্যৎ। তাই শিশু সমাজকে সঠিক রূপে শিক্ষিত করে তোলা একান্তই কাম্য।  ১৪ই নভেম্বর পন্ডিত জওহরলাল নেহেরুর জন্মদিবস (Jawaharlal Neheru Birthanniversary), আর প্রতি বছর এই দিনটিকেই শিশু দিবস (Children's Day) হিসাবে পালন করা  হয়ে থাকে।  অন্যান্য বছরের মতো এই বছরে ও সেই মত দেশ জুড়ে শিশু দিবস পালিত ও হয়েছে আর এই বিশেষ দিনটিকে আরও স্মরণীয় করে তুললেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক (Odisha CM Naveen Pattanayek)। শিশু দিবসের (Childre's Day) মত শুভ দিনে শিশুদের ভবিষ্যৎকে আরও সুদৃঢ় করতে উদ্যোগী হয়েছেন ওড়িশা সরকার (Odisha Govt)।  এদিন ১৩৮ টি নয়া স্কুলের উদ্বোধন করেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক (Naveen Pattanayek)। ওড়িশার বৌধ, সোনপুর, ভাদ্রক ও কেন্দুঝড় জেলায় অবস্থিত এই স্কুল গুলির উদ্বোধন করেন তিনি। ওড়িশা সরকার কর্তৃক জানানো হয়েছে যে, এই স্কুলগুলিকে স্কুল রূপান্তর প্রকল্পের আওতায় উদ্বোধন করা হয়েছে। 

প্রসঙ্গত, করোনা ভাইরাসের (Corona Virus) প্রকোপে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল স্কুল-কলেজসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান।  তবে অবশেষে মহামারি কাঁটার মাঝেই বিভিন্ন রাজ্যে স্কুল কলেজ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মাঝে নজির বিহীন সিদ্ধান্ত ওড়িশা সরকারের। এই স্কুলগুলি উদ্বোধনের সময় এই প্রসঙ্গে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক (Naveen Pattanayek) বলেন, 'স্কুলই দেশের ভবিষ্যৎ সঠিকভাবে গড়তে পারে। একটি শিশুর কাছে তার স্কুল জীবন খুবই গুরুত্বপূর্ণ, তাই আমাদের দায়িত্ব তাদের দক্ষতা বৃ্দ্ধির জন্য নতুন ধরণের সুযোগ তৈরি করা।' পাশাপাশি তিনি আরও বলেন যে, 'আমি চাই আমাদের রাজ্যের শিক্ষার্থীরা সবক্ষেত্রেই  সব সময় সামনের সারিতে থাকুক এবং বড় স্বপ্ন ও আত্মবিশ্বাসকে সাথে নিয়ে তাঁরা সামনের দিকে এগিয়ে চলুক। তবেই তাঁরা জীবনে সবধরনের প্রতিকুলতার মুখোমুখি হওয়ার সাহস পাবে। স্কুল গুলির রূপান্তর করার ক্ষেত্রে এটাই আমাদের প্রাথমিক  এবং অন্যতম উদ্দেশ্য। এই নতুন প্রকল্প শহর ও গ্রামের স্কুল গুলির মধ্যেকার পার্থক্যকে মিটিয়ে দিয়েছে।'

Latest Videos

আরও পড়ুন- 2 women Journalist: ত্রিপুরায় 'সাম্প্রদায়িক বিষ' ছড়ানোর অভিযোগ, অসম থেকে গ্রেফতার ২ মহিলা সাংবাদিক

ওড়িশা সরকার (Odisha Govt) সূত্রে জানা গেছে যে, প্রথমে এই প্রকল্পের আওতায় রাজ্যের ৩০ টি জেলা জুড়ে মোট ১ হাজার ৭৫ টি স্কুলকে নতুন করে রূপান্তর করা হয়। যার মধ্যে, ৩৩০ টি স্কুল বর্তমানে ঐ রাজ্যের ছাত্রছাত্রীরা ব্যবহার করছেন। এই প্রসঙ্গে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক (Odisha CM Naveen Pattanayek) জানান যে, 'শিক্ষা ব্যবস্থার উন্নতির ফলে রাজ্য জুড়ে এক নয়া অধ্যায়ের সূচনা হয়েছে। এছাড়াও তিনি বলেন যে, সমাজের উন্নতি সাধনে শিক্ষা ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা সমাজকে ও বদলে দিতে পারে। ওড়িশা সরকারের এই স্কুল রূপান্তরের কর্মসূচি ছাত্রছাত্রীদের মধ্যে আত্মবিশ্বাস ও আগ্রহকে অনেকাংশে বাড়িয়ে তুলেছে বলে জানা গেছে। পাশাপাশি, ইঞ্জিনিয়ারিং ও মেডিক্যাল পড়ার ক্ষেত্রেও নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে ওড়িশা সরকার। নবীন পট্টনায়েক (Naveen Pattanayek) জানান, 'ইঞ্জিনিয়ারিং ও মেডিক্যাল পড়া ক্ষেত্রে রাজ্য সরকার সরকারি স্কুলের পড়ুয়াদের জন্য ১৫ শতাংশ আসন বরাদ্দ করা হয়েছে যাতে সরকারি স্কুলের পড়ুয়ারা ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ থেকে বঞ্চিত না হন।' 

আরও পড়ুন- Mohan Bhagwat-পূর্ব ভারতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে কলকাতায় মোহন ভাগবত

আরও পড়ুন- Uttarpradesh News- গরুর জন্য অ্যাম্বুল্যান্স পরিষেবা! নজিরবিহীন সিদ্ধান্ত যোগী সরকারের

আরও পড়ুন- Rajnath Singh: IDSA এর সঙ্গে জুড়ল মনোহর পারিক্করের নাম, উদ্বোধনে রাজনাথ ফিরে গেলেন অতীতে

 

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury