Uttarkashi: ৪১ জন শ্রমিককে উদ্ধারে ৩-৪ ঘণ্টা সময় লাগবে, ২ মিটারের শক্ত বাধা সুড়ঙ্গপথে

আতা হুসেন সাংবাদিক সম্মেলনে বলেছেন, উদ্ধারের পর শ্রমিকদের জরুরি চিকিৎসার জন্য ঋষিকেশে নিয়ে যাওয়া হবে। তার জন্য ইতিমধ্যেই বায়ু সেনার হেলিকপ্টার পৌঁছে গিয়েছে।

 

উত্তরাখণ্ডের উত্তরকাশীর সিল্কিয়া টানেলে আটকে পড়াদের উদ্ধার কাজ এখনও অব্যাহত। আর মাত্র ২ মিটার খননকাজ বাকি রয়েছে। তবে ৪১ জন শ্রমিককে উদ্ধার করতে ৩-৪ ঘণ্টা লাগবে বলে এদিন সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছেন, এনডিএমএ-র সদস্য তথা সেনা বাহিনীর প্রাক্তন অফিসার সৈয়দ আতা হুসেন। এদিন তিনি আরও বলেছেন উদ্ধার অভিযানের অগ্রগতি কেমন হচ্ছে বা কী ভাবে হচ্ছে তা নিয়ে আমাদের বিতর্ক করা ঠিক নয়। কারণ উদ্ধারকাজই সবথেকে গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেছেন ৪১ জন আটকে পড়া শ্রমিককে সুস্থ শরীরে উদ্ধার করাই তাঁদের একমাত্র লক্ষ্য়।

Latest Videos

 

 

আতা হুসেন এদিন সাংবাদিক সম্মেলনে বলেছেন, উদ্ধারের পর শ্রমিকদের জরুরি চিকিৎসার জন্য ঋষিকেশে নিয়ে যাওয়া হবে। তার জন্য ইতিমধ্যেই বায়ু সেনার হেলিকপ্টার পৌঁছে গিয়েছে। তিনি বলেছেন, সিল্কিয়া টানেলে এখনও ড্রিলিং চলছে। উলম্ব ড্রিলিং চলছে। যাতে উদ্ধারকাজে আর নতুন করে কোনও বাধা না পড়ে তারজন্যই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেছেন , এখনও পর্যন্ত ৫৮ মিটার খননকাজ সম্পন্ন হয়েছে। আর মাত্র ২ মিটার বাকি রয়েছে। তিনি জানিয়েছন, সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকাও জানিয়েছেন এবার তারা খননকাজের শব্দ শুনতে পাচ্ছেন। সূত্রের খবর সিল্কিয়া টানেল থেকে উদ্ধারের পর শ্রমিকদের এয়ারলিস্ট করার জন্য চিন্যালিসাউর এয়ারস্ট্রিপে একটি চিনুক হেলিকপ্টার পাঠান হয়েছে।

 

সূত্রের খবর পাইপের মধ্যে দিয়ে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা প্রথমে সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের কাছে পৌঁছে যাবে। তারা শ্রমিকদের সঙ্গে কথা বলবে। তারপর তাদের বুঝিয়ে দেবে কী করে সুড়ঙ্গ থেকে বার হতে হবে। যে পাইপ বেয়ে শ্রমিকরা বেরিয়ে আসবে তা মাত্রা আড়াই ফুট চওড়া। পাইপে ঝালাই করা হয়েছে। তাই শ্রমিকদের আঘাতও লাগতে পারে। তা নিয়েও শ্রমিকদের সতর্ক করা হবে। শ্রমিকদের শারীরিক অবস্থা দুর্বল। তাই হামাগুড়ি দিয়ে বার হওয়া সম্ভব নয়। চাকা লাগান ট্রলিতে করেই শ্রমিকদের বার করে আনা হতে পারে

উত্তরাখণ্ডে শ্রমিকদের আজই হয়তো বের করে আনা সম্ভব। তবে এখনও ধর্মীয় বিশ্বাসেই আস্থা রাখলেন আন্তর্জাতিক টানেল বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্স। তিনি সিল্কিয়া টানেলের বাইরে একটি ছোট্ট মন্দিরেই শ্রমিকদের উদ্দেশ্যে প্রার্থনা করেন।

আরও পড়ুনঃ

কাউন্ডটাউন শুরু... ১৭ দিন পরে 'ইঁদুরের গর্ত' দিয়ে আজই বেরিয়ে আসতে পারে উত্তরকাশীর সুড়ঙ্গের ৪১ শ্রমিক

Uttarkashi: উত্তরকাশীর উদ্ধারকাজে নয়া মোড়, শাবল গাঁইতি দিয়ে সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু

Ghazwa-e-Hind: পাক-মদতে চলা সন্ত্রাসবাদী গোষ্ঠী গাজওয়া-ই-হিন্দের খোঁজে একযোগে ৪ রাজ্যে তল্লাশি NIA-র

 

Share this article
click me!

Latest Videos

ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন