ভারত-চিন সীমান্ত সড়ক তৈরিতে তৎপরতা, হেলিকপ্টারেই যাচ্ছে পাথর কাটার যন্ত্রপাতি

ভারত-চিন সীমান্ত সড়ক তৈরিতে তৎপরতা
হেলিকপ্টারেই যাচ্ছে নির্মাণের যন্ত্রপাতি
পাথর কাটার সরঞ্জাম যাচ্ছে হেলিকপ্টারে
জানিয়েছে বর্ডার রোড অর্গানাইজেশন 

Asianet News Bangla | Published : Jun 11, 2020 1:28 PM IST

লাদাখ সমস্যা এখনও মেটেনি। কিন্তু সীমান্ত সুরক্ষায় ঢিলে দিতে নারাজ কেন্দ্রীয় সরকার। সীমান্ত সুরক্ষা সুনিশ্চিত করতে শক্তপোক্ত রাস্তা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল। এবার তাতে আরও গতি আনা হয়েছে বলে সূত্রের খবর। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারত-চিন সীমান্তবর্তী এলাকায় মুন্সিয়ারি-বুগদিয়ার-মিলাম রাস্তাটি নির্মানের জন্য আবারও উদ্যোগ গ্রহণ করেছে। সীমান্তবর্তী এলাকায় যাতায়াতের গতি বাড়াতে উত্তরাখণ্ডের জোহর উপত্য়াকায় শক্তপোক্ত রাস্তা তৈরির জন্য ইতিমধ্যেই সড়ক নির্মানের যন্ত্রপাতি অবতরণ করতে শুরু করেছে বলে জানিয়ছে বর্ডার রোড অর্গানাইজেশনের এক কর্তা। 

২০১২ সালে ইউপিএ আমলেই এই রাস্তা নির্মানের জন্য অর্থ বরাদ্দ হয়েছিল। বরাদ্দ হয়েছিল ৩২৫ কোটি টাকা।  ২০১৯ সালে একাধিকবার প্রচেষ্টা চালিয়েও সফল হয়নি ভারত। সম্প্রতি হেলিকপ্টার যোগে ভারী যন্ত্রপাতি নিয়ে যাওয়া হয়েছে। আর সড়ক নির্মানের কাড তাড়াতাড়ি শেষ হবে বলেও আশা করা যাচ্ছে বলে সূত্রের খবর। 

Latest Videos

কংগ্রেসের রিসর্ট রাজনীতি রাজস্থানে, বিধায়ক কিনতে নাকি '২৫ কোটি'র প্রস্তাব বিজেপির ..
৫৬ কিলোমিটারের এই রাস্তাটি তৈরি হচ্ছিল। কিন্তু লাসপাতের কাছে ভারী পাথর কাটার সরঞ্জাম না থাকায় কাজ আটকে গিয়েছিল। চলতি মাসেই হেলিকপ্টার দিয়ে নিয়ে যাওয়া হয়েছে রাস্তা তৈরির ভারী সরঞ্জাম।  এটি পিথরাগড় জেলায় অবস্থিত। এখান থেকে খুবই কাছে ভারত-চিন সীমান্তের শেষ চেকপোস্ট। উঁচু হিমালয় অনেকটা উঁচু এলাকায় জোহর উপত্যকা। আর এই রাস্তাটি তৈরি হলে তা লিঙ্ক রোড হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই মনে করছে নিরাপত্তা আধিকারিকরা। 

'টার্গেট বাংলা' বণিক সভার মিটিংও কলাকাতার প্রসঙ্গ, তিন 'পি'তে জোর দিলেন মোদী ...

ইতিমধ্যেই সীমান্তবর্তী এই রাস্তার ৪০ কিলোমিটার এলাকার পাথর কাটার কাজ ইতিমধ্যেই শেষ হয়েগিয়েছে।  কিন্তু রীতিমত শক্ত হওয়ায় ২২ কিলোমিটার এলাকার কাজ খুব ধীর গতিতে সম্পন্ন হবে বলে বর্ডার রোডস অর্গানাইজেশনের তরফ থেকে জানান হয়েছে। কিন্তু রাস্তার তৈরির কাজ সম্পূর্ণ শেষ হলে ভারী যানবাহন চলাচলে কোনও সমস্যা থাকবে না বলেও সূত্রের তরফে দাবি করা হয়েছে। 

করোনা মহামারী ভারতে এখনও গোষ্ঠী সংক্রমণের আকার নেয়নি , চরম সময় আশ্বাস দিল কেন্দ্র ...

Share this article
click me!

Latest Videos

কালীপুজোর দিনে নবদ্বীপের বড় বাজারে পুলিশের হানা, বাজেয়াপ্ত নিষিদ্ধ শব্দবাজি, গ্রেফতার এক ব্যবসায়ী
'ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব নেবে শুভেন্দু' হিন্দুদের উপর আক্রমনে গর্জে উঠলেন বিরোধী দলনেতা | Suvendu
গোষ্ঠী দ্বন্দ্বে জেরবার তৃণমূল, পুলিশের সামনেই বিধায়কের সঙ্গে এ কী করলেন পঞ্চায়েত সমিতি সহ-সভাপতি?
Suvendu Adhikari Live: নন্দীগ্রামে কালীপূজোর উদ্বোধনে শুভেন্দু, কী বার্তা, দেখুন সরাসরি
'তৃণমূল খরকুটোর মত বিদায় নেবে' সন্দেশখালিতে গিয়ে হুঙ্কার দিলীপ ঘোষের | Dilip Ghosh