
Department of Posts: মার্কিন যুক্তরাষ্ট্রে (USA) থাকা আত্মীয়-বন্ধু বা পরিচিত কাউকে পার্সেল পাঠাতে চাইছেন? ১০০ ডলারের বেশি মূল্য হলে সোমবার থেকে আর পাঠাতে পারবেন না। ডাক বিভাগের (India Post) পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে ১০০ মার্কিন ডলারের বেশি মূল্যের কোনও পার্সেল পাঠানো হবে না। অস্থায়ীভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু ১০০ মার্কিন ডলারের কম মূল্যের চিঠি, নথিপত্র ও উপহার সামগ্রী পাঠানো যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির (US duty rules) কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে ডাক বিভাগ। এতদিন মার্কিন যুক্তরাষ্ট্রে কোনও পার্সেল পাঠালে তার মূল্য যদি ৮০০ মার্কিন ডলারের মধ্যে থাকত, তাহলে অতিরিক্ত কোনও অর্থ দিতে হত না। কিন্তু ৩০ জুলাই জারি করা নির্দেশে এই নিয়ম বদল করা হয়েছে। ডাক বিভাগের পক্ষ থেকে পাঠানো সব পণ্যের উপর শুল্ক ধার্য করা হবে। এবার থেকে শুধু ১০০ মার্কিন ডলার পর্যন্ত মূল্যের কোনও উপহারের জন্য অতিরিক্ত অর্থ দিতে হবে না। ২৯ অগাস্ট থেকে চালু হচ্ছে এই নিয়ম। এই কারণেই নতুন ব্যবস্থা নিল ডাক বিভাগ।
মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির পোশাকি নাম ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকনমিক পাওয়ার অ্যাক্ট (International Emergency Economic Power Act)। এই নির্দেশ অনুযায়ী, শুধু আন্তর্জাতিক সংস্থা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক বিভাগের অনুমোদিত অন্যান্য ‘যোগ্য সংস্থা’-ই পার্সেল গ্রহণ করতে পারবে এবং প্রয়োজনে শুল্ক দিতে পারবে। তবে এ বিষয়ে জটিলতা তৈরি হয়েছে। এই কারণে পার্সেল বহনকারী বিমান সংস্থাগুলি সোমবারের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে কোনও পার্সেল নিয়ে যেতে চাইছে না। এই কারণেই ডাক বিভাগ মার্কিন যুক্তরাষ্ট্রে সব পার্সেল পাঠানো বন্ধ করে দিচ্ছে।
ডাক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, যাঁরা ইতিমধ্যেই ২৫ অগাস্টের পর মার্কিন যুক্তরাষ্ট্রে পার্সেল পাঠানোর জন্য বুকিং করেছেন, তাঁদের অর্থ ফেরত দেওয়া হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।