- Home
- India News
- ট্রাম্পের শুল্ক করের পাল্টা বিবৃতি ভারতের, কোন দিকে বইবে ভারত-মার্কিন বাণিজ্যিক সম্পর্ক?
ট্রাম্পের শুল্ক করের পাল্টা বিবৃতি ভারতের, কোন দিকে বইবে ভারত-মার্কিন বাণিজ্যিক সম্পর্ক?
India On Trump Tariff: বুধবারই ভারতীয় পণ্যের উপর মার্কিন শুল্কের কথা ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এবার মার্কিন করের পাল্টা বিবৃতি দিলো ভারত। কী বলল? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

ট্রাম্পের ঘোষণায় ভারত-মার্কিন বাণিজ্যে প্রভাব
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতের জন্য শুল্ক করের ঘোষণা হতেই পাল্টা বিবৃতি দিল ভারত। বুধবার রাতেই ভারতের বাণিজ্য মন্ত্রকের তরফে এই বিবৃতির কথা সামনে এসেছে। সেখানে বলা হয়েছে যে, মার্কিন শুল্ক আদায়ের ঘোষণায় ভারতের বাজারের কীরকম প্রভাব পড়বে তা খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
ট্রাম্পে রুষ্ট মোদী সরকার!
ভারত-আমেরিকার সুসম্পর্কের কথা সারা বিশ্বে সর্বজনবিদিত হলেও শুল্ক কর নিয়ে ট্রাম্পের এই আচরণে ভারত যে মোটেও খুশি নয়, বুধবার রাতেই কেন্দ্রের তরফে পাল্টা বিবৃতি দিয়ে সে কথা স্পষ্টত বুঝিয়ে দিয়েছে নরেন্দ্র মোদী সরকারের বাণিজ্য মন্ত্রক। দেশের স্বার্থরক্ষার জন্য ভারত যে প্রয়োজনীয় সবরকম পদক্ষেপ গ্রহন করবে তাও বুঝিয়ে দেওয়া হয়েছে।
কী বিবৃতি দিলো ভারত?
এই বিষয়ে ভারতের বাণিজ্য মন্ত্রকের তরফে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে যে, ‘’ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ঘোষণা করেছেন, তা সরকারের নজরে এসেছে। সরকার এর প্রভাব খতিয়ে দেখবে। এবং একটি ন্যায্য, ভারসাম্যপূর্ণ এবং দু’দেশই উপকৃত হবে এমন একটি দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তির জন্য গত কয়েক মাস ধরে ভারত এবং আমেরিকা আলোচনা চালাচ্ছে। আমরা সেই লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ।''
কাদের স্বার্থরক্ষায় জোর দিচ্ছে ভারত?
আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের উপর ট্রাম্পের শুল্ক কর আদায়ের ঘোষণা নিয়ে কেন্দ্র সরকার বিবৃতিতে জানিয়েছে যে, তারা দেশের কুটির, ক্ষুদ্র ও ছোটো শিল্প ও ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় নজর রাখছে। খুঁটিয়ে দেখা হচ্ছে সমস্ত দিক। ফলে ট্রাম্পের ২৫ শতাংশ হারে শুল্ক কর ঘোষণায় ভারত যে এবার ছেড়ে কথা বলবে না তা একপ্রকার আগাম ইঙ্গিতে বুঝিয়ে দিলো ভারত সরকার। তবে এখন দেখার, ট্রাম্পের এই নয়া কর নীতিতে কোন দিকে এগোয় ভারত-আমেরিকার বাণিজ্যিক ভবিষ্যত।
কী ঘোষণা করেছিলেন ট্রাম্প?
জানা গিয়েছে, ভারতীয় প্রতিনিধিদের সঙ্গে আলাপ আলোচনাতেও হল না কোনও কাজ। অবশেষে বুধবার ভারতীয় পণ্যের উপর শুল্ক ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ১ অগাস্ট থেকে নয়া এই শুল্ক কর ধার্য হবে বলে বুধবার নিজের সোশ্যাল মিডিয়ায় এই কথা জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে এবার থেকে আমেরিকার বাজারে ভারতীয় পণ্যে দিতে হবে ২৫ শতাংশ শুল্ক। এমনটাই ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

