India New Income Tax Law: আয়কর নিয়মে বড় পরিবর্তন আনছে কেন্দ্রীয় সরকার। সংশোধিত হচ্ছে পুরনো আয়কর আইন। কী বদল আসতে চললেছে? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
আয়কর বিল নিয়ে বড় পদক্ষেপ কেন্দ্রের। শুক্রবার দুপুরে ২০২৫ আয়কর বিল আনুষ্ঠানিক ভাবে প্রত্যাহার করে নিলো কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি সংসদে নতুন আয়কর বিল পেশ করা হয়। পুরনো আয়কর আইন সংশোধনের লক্ষ্যে এই বিল পেশ করা হয়েছিল। যদিও শুক্রবার সরকারি তরফে আনুষ্ঠানিক ভাবে প্রত্যাহার করে নেওয়া হলল সেই বিল।
25
সংসদে পেশ হবে নতুন আয়কর বিল
জানা গিয়েছে, এই বিলের সংশোধনের মাধ্য়মে ছয়ের দশকের পুরনো আয়কর আইনকে সংশোধন করে প্রতিস্থাপন করাই ছিল এর লক্ষ্য। জানা গিয়েছে, আগামী ১১ অগাস্ট সোমবার সংসদে ফের এই বিল পেশ করা হবে। তবে পেশ করা হবে এই বিলের নতুন সংস্করণ।
35
আগের বিল কেন প্রত্যাহার?
জানা গিয়েছে, আগের আয়কর আইনে একাধিক সংস্করণের কারণে যাতে বিভ্রান্তি না ছড়ায় তার জন্য এই পদক্ষেপ। আগের বিলের নতুন সংস্করণটিতে সিলেক্টেড কমিটির সুপারিশকে অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে তা বাতিল হয়ে যায়। নতুন সংস্করণে সেগুলি অন্তর্ভুক্ত করা হবে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, বিলটি চলতি বছরের ফেব্রুয়ারি মাসে লোকসভায় পেশ করার পর তা বিবেচনার জন্য পাঠানো হয়েছিল লোকসভারই এক সলেক্ট কমিটির কাছে। বিজেপি সাংসদ বৈজয়ন্তি পাণ্ডার নেতৃত্বে সেই কমিটি এই বিল বিবেচনা করে গত ২১ জুলাই তা সংসদে পেশ করে। আর ওই রিপোর্টে বিলের ২৮৫টি পরিবর্তনের সুপারিশ করা হয়েছে।