Lpg Price News: আন্তর্জাতিক বাজারে রাজনৈতিক অস্থিরতার কারণে হঠাৎ যাতে গ্যাসের দাম বেড়ে না যায় তার জন্য এবার বড় পদক্ষেপ কেন্দ্রীয় মন্ত্রিসভার। কী পদক্ষেপ নেওয়া হল? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
সামনেই উৎসবের মরশুম, দুর্গাপুজো, কালীপুজো, দিওয়ালির আনন্দে মাতবে সারা দেশ। এই সময়ে যাতে গ্যাসের দাম না বাড়ে তার জন্য বড় সিদ্ধান্ত নিলো কেন্দ্রীয় মন্ত্রিসভা। গ্রাহকদের স্বস্তি দিতে ডিলারদের জন্য বড় পদক্ষেপ মন্ত্রিসভার।
25
কী সিদ্ধান্ত নিলো মন্ত্রিসভা ?
জানা গিয়েছে, আসন্ন উৎসবের মরশুমে গ্যাসের দাম যাতে বেড়ে না যায় তারজন্য এবার ভর্তুকী দেওয়ার সিদ্ধান্ত নিলো কেন্দ্রীয় মন্ত্রিসভা। সূত্রের খবর, দেশের বাজারে রান্নার গ্যাসের স্থায়িত্ব বজায় রাখতে অয়েল কোম্পানিগুলিকে ব্যাপক ভর্তুকী দেওয়ার সিন্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। রান্নার গ্যাসের যাতে দাম না বাড়ে তারজন্য এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।
35
কত টাকা করে দেওয়া হবে ভর্তুকী?
সরকারি সূত্র মারফত খবরে জানা গিয়েছে যে, দেশের অয়েল মার্কেটিংং কোম্পানিগুলিকে এই ভর্তুকী দেওয়া হবে। তবে এক-দু টাকা নয়! এই ভর্তুকীর পরিমাণ প্রায় ৩০ হাজার কোটি টাকা। শুক্রবার দুপুরে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
সরকারি সূত্রে খবর, বর্তমানে রাজনৈতিক অস্থিরতার কারণে আন্তর্জাতিক তেলের বাজারে যে ডামাডোল তৈরি হয়েছে তাতে যাতে ভারতের বাজারে এর কোনও প্রভাব না পড়ে তাই তড়িঘড়ি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও দেশের বাজারে যাতে দামের ওঠানামায় তেমন কোনও প্রভাব না পড়ে তার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
55
এর আগে কবে নেওয়া হয়েছিল এই পদক্ষেপ?
সূত্রের খবর, এর আগে ২০২২ সালের অক্টোবর মাসে এই রকম একটি সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার। সেই সময় প্রায় ২২ হাজার কোটি টাকা ভর্তুকী বরাদ্দ করা হয়েছিল। এছাডা়ও জানা গিয়েছে, ২০২৪-২৫ সালে নির্ধারিত দামে রান্নার গ্যাস বিক্রি করে অয়েল কোম্পানিগুলোর প্রায় ৪১ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে। সেই ক্ষতি সামাল দিতেই এবার এই পদক্ষেপ নিলো কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভা।