নতুন নিয়মে অনেক সরকারি কর্মী পেনশন পাবেন না। দুর্নীতি ও গাফিলতির জন্য চাকরিচ্যুত কর্মীদের পেনশন বন্ধ হবে। তবে রেলকর্মী, আইএএস, আইপিএস-সহ কিছু কর্মীর ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।
চাকরি থেকে অবসরের র অনেকেই পেনশনের ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে পড়েন। কারণ একদিকে বয়স বৃদ্ধির সঙ্গে কর্মক্ষমতা হ্রাস পায়, তেমনই দেখা দেয় বহু শারীরিক সমস্যা।
210
এবার এই পেনশন নিয়েই দেখা দেবে জটিলতা। এবার থেকে আর সকলে পাবেন না পেনশন। শীঘ্রই কার্যকর হতে চলেছে নয়া নিয়ম। যার কারণে আর পেনশন পাবেন না এই সকল কর্মীরা।
310
সেন্ট্রাল সিভিল সার্ভিসেস রুলস, ২০২১ -র কিছু পরিবর্তন করা হয়েছে এবং চলতি বছরের ২২ মে থেকে সেন্ট্রাল সিভিল সার্ভিসেস সংশোধনী রুলস, ২০২৫ কার্যকর হয়েছে। কেন্দ্রীয় সরকার পেনশন বিধিগুলোতে বেশ কিছু সংশোধন করেছে।
যা উল্লেখযোগ্যভাবে পাবলিক সেক্টর কর্মীদের প্রভাবিত করতে পারে। বিশেষ যারা সরকারি বিভাগ থেকে পাবলিক সেক্টর আন্ডারটেকিং তথা পিএসইউ-তে স্থানান্তরিত হয়েছে।
510
রিপোর্ট বলছে, এবার থেকে দুর্নীতি কিংবা গাফিলচির জেরে যারা চাকরি হারাবেন, সেই সকল কর্মীদের আর স্বাভাবিক নিয়মে পেনশন দেওয়া হবে না। জানা যাচ্ছে, কর্মচারীরা বরখাস্ত হবেন, তাঁদের পেনশন পাওয়ার সিদ্ধান্ত সংশ্লিষ্ট মন্ত্রকের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।
610
প্রসঙ্গত, ৩১ ডিসেম্বর ২০০৩ বা তার আগে নিযুক্ত সরকারি কর্মীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে। কর্মীরা সরকারি সার্ভিস থেকে স্থানীয়ভাবে পিএসইউ-তে নিযুক্ত হয়েছেন তাঁদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে।
710
তবে রেলকর্মী, আইএএস, আইপিএস, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার ও দৈনিক মজুরিভিত্তিক কর্মীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।
810
বর্তমানে ২টি শর্তে পেতে পারেন কর্মীরা। প্রথমত ভবিষ্যতে ভালো আচরণ সাপেক্ষে পেনশন। দ্বিতীয় সরকারি নিয়ম অনুযায়ী অনুকম্পামূলক ভাতা।
910
জানা পিএসইউ-র মধ্যে শৃঙ্খলা ও দায়বদ্ধতা বাড়াতে পেনশন সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই পদক্ষেপের ফলে একদিকে যেন পিএসইউ-তে সুশৃঙ্খল পরিবেশ তৈরি হতে পারে।
1010
সেই সঙ্গেই সরকারি চাকরি পাওয়ার পরেও কর্মীদের ডিসিপ্লিনারি অ্যাকশনের সম্মুখীন হওয়ার সম্ভাবনার ঝুঁকিও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।