UPI থেকে ATM- ১ এপ্রিল থেকে টাকা তোলার নিয়মে আসছে বিরাট পরিবর্তন, জেনে নিন বিস্তারিত

Published : Mar 28, 2025, 09:21 AM IST

১ এপ্রিল থেকে এটিএম, ডেবিট কার্ড, জ্বালানি, টিডিএস ও ডিজিটাল ব্যাঙ্কিংয়ের নিয়মে পরিবর্তন আসছে। এলপিজি, সিএনজি, এটিএফের দামেও বদল হতে পারে। জেনে নিন মধ্যবিত্তের পকেটে কোন কোন খাতে চাপ বাড়বে।

PREV
110

আগামী ১ এপ্রিল থেকে চাপ পড়বে মধ্যবিত্তের পকেটে। এবার থেকে আর্থিক লেনদেনের ক্ষেত্রে হল বিরাট পরিবর্তন।

210

এটিএম লেনদেনের চার্জ থেকে শুরু করে ন্যূনতম ব্যালেন্স, টিডিএস, ডেবিট কার্ড, জ্বালানির দাম এবং ডিজিটাল ব্যাঙ্কিং-এ আসছে বিরাট পরিবর্তন।

310

জানা গিয়েছে, প্রতি মাসের প্রথম দিনে তেল কোম্পানিগুলো এলপিজি, সিএনজি, পিএনজি এবং এভিয়েশন টারবাইন ফুয়েল-র দাম পর্যালোচনা করে।

410

১ এপ্রিল থেকে এই দাম বাড়তে বা কমতে পারে। সরকার এবং তেল কোম্পানিগুলোর সিদ্ধান্তের ওপর এই পরিবর্তন ঘটে।

510

NPCI তাদের RuPay সিলেক্ট ডেবিট কার্ডে নতুন ফিচার যুক্ত করছে। ১ এপ্রিল থেকে এই কার্ডধারীরা বিমানবন্দর লাউঞ্জ অ্যাক্সেস, বিমা কভার, ভ্রমণ, ফিটনেস এবং সুস্থতার মতো সুবিধা পাবেন। এটি গ্রাহকদের জন্য একটি আকর্ষণীয় সংযোজন হতে পারে।

610

তেমনই এটিএম-র লেনদেনে পরিবর্তন এসেছে। অন্য ব্যাঙ্কের এটিএম থেকে মাসে ৩ বার বিনামূল্যে টাকা তোলা যাবে। তার বেশি তুললেন ২ টাকা করে কাটবে।

710

তেমনই প্রবীণ নাগরিকদের জন্য টিডিএস কর্তনের সীমা ৫০ হাজার থেকে বাড়িয়ে ১ লক্ষ টাকা করা হয়েছে।

810

বাড়িওয়ালাদের জন্য ভাড়ার ওপর টিডিএস সীমা ২.৪ লক্ষ থেকে বাড়িয়ে ৬ লক্ষ করা হয়েছে।

910

তেমনই দীর্ঘদিন ব্যবহার না হওয়া মোবাইল নম্বরের সঙ্গে যুক্ত ইউপিআই ১ এপ্রিল থেকে বন্ধ হয়ে যাবে।

1010

তেমনই ক্রেজিট কার্ডে আসছে পরিবর্তন। এমনই একাধিক নিয়ম লাগু হচ্ছে নতুন বছর থেকে।

click me!

Recommended Stories