- Home
- Business News
- Other Business
- ATM Rule: এটিএম ব্যবহার করলেই দিতে হবে অতিরিক্ত টাকা? এবার জারি হচ্ছে RBI-র নিয়ম
ATM Rule: এটিএম ব্যবহার করলেই দিতে হবে অতিরিক্ত টাকা? এবার জারি হচ্ছে RBI-র নিয়ম
এবার এটিএম ব্যবহার করতে গেলেই গুনতে হবে অতিরিক্ত টাকা। হ্যাঁ ঠিকই শুনেছেন। এই নতুন নিয়ম চালু হচ্ছে আগামী ১লা মে থেকে। তাহলে এবার থেকে কত টাকা অতিরিক্ত কাটা হবে গ্রাহকদের থেকে? রইল হিসেব।
- FB
- TW
- Linkdin
)
দেশের কোটি কোটি গ্রাহকদের চিন্তা বাড়লো। ভারতীয় রিজার্ভ ব্যাংক এবার ATM লেনদেন নিয়ে গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্ত নিয়েছে।
এবার এটিএম ব্যবহার করতে গেলেই গুনতে হবে অতিরিক্ত টাকা। হ্যাঁ ঠিকই শুনেছেন।
ভারতীয় রিজার্ভ ব্যাংক এটিএম ইন্টারচেঞ্জ ফি বাড়ানোর অনুমোদন দিয়েছে।
বেশ কিছু সূত্র মারফত জানা গিয়েছে, এই পরিবর্তনের ফলে সবথেকে বেশি ক্ষতির মুখে পড়বে ছোট ব্যাংকগুলি, যাদের নিজস্ব এটিএম নেটওয়ার্ক কম।
কারণ তাদের অন্যান্য ব্যাঙ্কের এটিএম ব্যবহার করার জন্য আরো বেশি পরিমাণে টাকা গুনতে হবে।
যদিও ব্যাংকগুলি এখন গ্রাহকদের উপর এই বাড়তি চার্জ চাপাবে কিনা তা নিয়ে একটা প্রশ্ন থেকে যাচ্ছে।
তবে অতীত ঘাঁটলে আমরা দেখতে পাব, শেষ ১০ বছরে যখনই ইন্টারচেঞ্জ ফি পরিবর্তন হয়েছে, তার প্রভাব সরাসরি গ্রাহকদের উপরেই পড়েছে।
ফলে এবারও ব্যাঙ্কগুলি অতিরিক্ত খরচ গ্রাহকদের উপরই চাপিয়ে দেবে বলে মনে করা হচ্ছে।
এবার আর্থিক লেনদেনের জন্য অতিরিক্ত ২ টাকা চার্জ এবং অ-আর্থিক লেনদেনের জন্য অতিরিক্ত ১ টাকা চার্জ বাড়ানো হচ্ছে।
আর এই নতুন নিয়ম চালু হচ্ছে আগামী ১লা মে থেকে।
কত টাকা বাড়ল চার্জ?
নতুন নিয়ম অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে, আর্থিক লেনদেনের ক্ষেত্রে অর্থাৎ ক্যাশ উইথড্রলের ক্ষেত্রে ইন্টারচেঞ্জ ফি বাড়িয়ে এবার ১৭ টাকা থেকে ১৯ টাকা করা হচ্ছে।
পাশাপাশি অ-আর্থিক লেনদেনের ক্ষেত্রে অর্থাৎ ব্যালেন্স ইনকোয়ারি বা অন্যান্য যেকোনো পরিষেবার জন্য ইন্টারচেঞ্জ ফি ৬ টাকা থেকে বাড়িয়ে ৭ টাকা করা হয়েছে।