সরকার জানিয়েছে, দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বিশেষত দুই চাকার যানবাহনের ক্ষেত্রে বেশি। তাই দায়িত্বশীলভাবে চালনা ও ট্রাফিক আইন মেনে চলা উচিত। কিন্তু তা কেউই করে না। সে কারণ কড়া হচ্ছে প্রশাসন। এবার থেকে জাতীয় সড়ক, গ্রামীণ রাস্তাতেও বাড়ানো হবে নজরদারি। হাইওয়ে পুলিশ ও স্থানীয় ট্রাফিক দফতরের যৌথ নজরদারির মাধ্যমে নিয়ম কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে।