একই ভুলে ধার্য হবে ১০ গুণের বেশি জরিমানা, সেপ্টেম্বর থেকে বাইক চালকদের জন্য চালু হচ্ছে নয়া নিয়ম

Published : Aug 29, 2025, 08:08 AM IST

সেপ্টেম্বর থেকে দু'চাকার যানবাহনের জন্য নয়া ট্র্যাফিক আইন আসছে। হেলমেট ছাড়া বাইক চালানো, অতিরিক্ত গতি, তিনজন একসঙ্গে বাইকে চড়ার জন্য মোটা টাকা জরিমানা। আইন না মানলে লাইসেন্স সাসপেন্ড।

PREV
15

সেপ্টেম্বর থেকে সারা ভারতে দু চাকার যানবাহনের জন্য আসছে নতুন ট্রাফির নিয়ম। এবার কেন্দ্র ও রাজ্য সরকার মিলিতভাবে চালু করতে চলেছে নয়া নিয়ম। মূলত পথ দুর্ঘটনা রুখতে এই নিয়ম চালু করতে চলেছে সরকার। কঠোর শাস্তি ও মোটা টাকা জরিমানার মাধ্যমে চালকদের আইন মানতে বাধ্য করার উদ্যোগ নিয়েছে প্রশাসন।

25

এবার থেকে হেলমেট ছাড়া বাইক চালানো, অতিরিক্ত গতি, তিনজন একসঙ্গে বাইকে চড়া কিংবা সিগন্যাল ভাঙার কারণে দিতে হবে মোটা টাকা। আগের থেকে প্রায় ১০ গুণ বেশি জরিমানা ধার্য করা হবে। এরই সঙ্গে হতে পারে কঠোর শাস্তি।

35

আইন না মানলে তিন মাসের জন্য লাইসেন্স সাসপেন্ড করা হবে। অপ্রাপ্তবয়স্ক চালক ধরা পড়লে ২৫ হাজার টাকা জরিমানা দিতে হবে। এই জরিমানা দিতে হবে চালক বা অভিভাবকের ওপর। এতে নাবালকের হাতে গাড়ি দেওয়ার প্রবণতা কমবে বলে মনে করছে সকলে। এর সঙ্গে হেলমেট ব্যবহার নিশ্চিত হবে বলে মনে করছেন অনেকে।

45

সরকার জানিয়েছে, দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বিশেষত দুই চাকার যানবাহনের ক্ষেত্রে বেশি। তাই দায়িত্বশীলভাবে চালনা ও ট্রাফিক আইন মেনে চলা উচিত। কিন্তু তা কেউই করে না। সে কারণ কড়া হচ্ছে প্রশাসন। এবার থেকে জাতীয় সড়ক, গ্রামীণ রাস্তাতেও বাড়ানো হবে নজরদারি। হাইওয়ে পুলিশ ও স্থানীয় ট্রাফিক দফতরের যৌথ নজরদারির মাধ্যমে নিয়ম কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

55

তবে, রাজ্যভেদে জরিমানা হবে ভিন্ন। মূল কাঠামো এক থাকলেও জরিমানার অঙ্ক রাজ্যভেদে বাড়তে বা কমতে পারে। সরকারের দাবি যে, কঠোর আইন কার্যকর হলে পথ দুর্ঘটনা রোধে তা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এর দ্বারা মানুষ সচেতন হবে। কমবে দুর্ঘটনা।

Read more Photos on
click me!

Recommended Stories