Online Gaming Bill 2025: গত কয়েক বছর ধরেই ভারতে অনলাইন গেমিং ইন্ডাস্ট্রিকে একটি উদীয়মান বিজনেস সেক্টর হিসাবে দেখা হচ্ছে। 

Online Gaming Bill 2025: ভারতবর্ষে এবার নিষিদ্ধ হতে চলেছে আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত সমস্ত অনলাইন গেম (online gaming bill 2025)। বুধবার, এই বিষয়ক একটি বিল পাশ হয়েছে লোকসভায়। ‘দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং বিল, ২০২৫’ নামের এই বিলে আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত সমস্ত অনলাইন গেমের প্রচারের উপর জরিমানা বসানোর প্রস্তাব দেওয়া হয়েছে (online gaming bill 2025 news)।

বিধিনিষেধ জারির প্রস্তাব রয়েছে নতুন এই বিলে

প্রসঙ্গত, এদিন ১৩০ তম সংবিধান স‌ংশোধনী বিল নিয়ে বিরোধী সাংসদরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তার মাঝেই ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব প্রথমে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তারপর ধ্বনিভোটে পাশ হয় অনলাইন গেমিং সংক্রান্ত এই বিলটি। বিজ্ঞাপন নিষিদ্ধ করার পাশাপাশি ব্যাঙ্ক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলিকেও আর্থিক লেনদেনে যুক্ত অনলাইন গেমের জন্য ফান্ড ট্রান্সফার বা সহায়তা করার উপর বিধিনিষেধ জারির প্রস্তাব রয়েছে নতুন এই বিলে। 

প্রসঙ্গত, গত কয়েক বছর ধরেই ভারতে অনলাইন গেমিং ইন্ডাস্ট্রিকে একটি উদীয়মান বিজনেস সেক্টর হিসাবে দেখা হচ্ছে। জানা যাচ্ছে, অনলাইন গেমিং-এর ক্ষেত্রে বাজি ধরে প্রত্যেক মাসে ভারতে গড়ে প্রায় ১০ হাজার কোটি টাকার লেনদেন হয়। 

তাই গত কয়েক বছর ধরে অনলাইন গেমিং শিল্পে একাধিক সংস্থা গজিয়ে উঠেছে 

কিন্তু এই আইন যদি কার্যকর হয়, তাহলে ক্ষতির মুখে পড়তে পারে একাধিক সংস্থা। সেইসঙ্গে, কাজ হারাতে পারেন এই শিল্পের সঙ্গে জড়িত প্রায় দুই লক্ষ মানুষ। এমনকি, কোটি কোটি টাকার বিনিয়োগও ক্ষতির মুখে পড়তে পারে। যা থেকে প্রাপ্ত বার্ষিক ২০,০০০ কোটি টাকার জিএসটি আদায়ও থমকে যেতে পারে কেন্দ্রীয় সরকারের। 

উল্লেখ্য, গত ২০২৩ সালের ১ অক্টোবর থেকে অনলাইন গেমিংকে ২৮% জিএসটি-র আওতায় আনা হয়। ফলে, আর্থিক লেনদেনে যুক্ত অনলাইন গেমিং বন্ধ হয়ে গেলে বিপুল পরিমাণ অর্থের রাজস্ব হারাবে কেন্দ্র এবং রাজ্য উভয়ই। 

এদিকে লোকসভায় এই বিল পাশের ফলে, প্রশ্নের মুখে পড়েছে ফ্যান্টাসি স্পোর্টস গেমিং সংস্থাগুলির ভবিষ্যৎও। যদিও তার মধ্যে বেশিরভাগ সংস্থাই দাবি করেছে, তারা বাজি ধরা, টাকা নয়ছয় করা কিংবা অবৈধ কোনও জুয়া খেলার মতো কার্যকলাপে’ জড়িত নয়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।