শিয়ালদহ শাখায় প্রথমবারের মতো এসি লোকাল চালু হওয়ার পর প্রথম দিনেই বিনা টিকিটের যাত্রী ধরা পড়ল। রানাঘাট-শিয়ালদহ রুটে এক যাত্রীকে ২৮৫ টাকা জরিমানা করা হয়।
সোমবার শিয়ালদহ শাখায় যাত্রী নিয়ে প্রথমবার ছুটল এসি লোকাল ট্রেন। রানাঘাট থেকে শিয়ালদ রুটে ছুটল সেই এসি ট্রেন। বাণিজ্যিকভাবে সেই এসি ট্রেন চালু হওয়ার পর প্রথম দিনেই রানাঘাট-শিয়ালদহ এসি লোকালে ধরা পড়ল বিনা টিকিটের যাত্রী।
সূত্রের খবর, বিনা টিকিটে উঠে সিটের পাশে লুকিয়েছিলেন এক যাত্রী। রেল সূত্রে খবর, টিকিট পরীক্ষক টিকিট দেখতে চাইলে অন্য বগিতে যাওয়ার চেষ্টা করেন। সন্দেহ হতে তাঁকে হাতে নাতে ধরে ফেলেন। তারপর তাঁকে দিয়ে হয় জরিমানা। ২৮৫ টাকা দিতে হয় তাঁকে।
প্রথম দিনে রানাঘাট থেকে শিয়ালদহ রুটের এসি ট্রেনের যাত্রী সংখ্যা ছিল ২৫০৩ জন। এই এসি ট্রেনের ভাড়া ১২০ টাকা। এই ট্রেনের মান্থলি ২,২০০ টাকা। প্রতিদিন সকালে ৮টা ২৯ মিনিটে রানাঘাট থেকে ছাড়বে ট্রেন। ফিরতি ট্রেন শিয়ালদহ থেকে ছাড়বে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে।
প্রথম দিন ৫ নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ায় ট্রেন। বাইরে থেকে একেবারে এমনি লোকালের মতোই দেখতে। কেরামতি সব ভিতরে। মেট্রোর আদলেই পাশাপাশি দরজা খুলে গেল এসি ট্রেনের। ভিতর অবশ্য মেট্রোর কামরার মতো না। ট্রেনের কামরার মতোই। ধাতব আসন। মাথার ওপরে ধরার হাত। যাত্রীরা দাঁড়িয়েও যেতে পারবেন। সাধারণ যাত্রীদের অনেই দাঁড়িয়ে যাতায়াত করেন। তাদের কোনও সমস্যা হবে না।
রানাঘাট থেকে শিয়ালদহ স্টেশনের যাত্রাপথে ২৪টি স্টেশন পড়বে। মধ্যবর্তী স্টেশন ২২টি। সবতে অবশ্য ট্রেন থামবে না। থামবে মধ্যবর্তী নয়টি স্টেশন। যেমন চাকদহ, কল্যাণী, কাঁচরাপাড়া, নৈহাটি, ব্যারাকপুর, খড়দহ, সোদপুর, দমদম, বিধাননগর। শেষ স্টেপেজ শিয়াদহ। মোটা সময় ১০৩ মিনিট। অর্থাৎ ১ ঘন্টা ৪৩ মিনিট। সাধারণ ট্রেন ১ ঘন্টা ৫১ মিনিট। প্রান্তিক স্টেশন শিয়ালদহে অবশ্য প্ল্যাটফর্ম দু দিকেই।
প্রথমদিনে রানাঘাট থেকে ১০ জন টিকিট পরীক্ষক উঠেছিলেন। ব্যারাকপুর থেকে উঠলেন আরও ৬ জন। সব মিলিয়ে ট্রেনে ছিলেন ১৬ জন টিকিট পরীক্ষক। তাঁদের সিনিয়র ১জন। মোট ১৭ জন পরীক্ষক। এসি লোকাল টিকিট যাচাই করার কাজটি গুরুত্বপূর্ণ। প্রতিদিনই ১৭ জন করে টিকিট চেকার থাকবে কি না, সে প্রশ্ন সকলের মনে।


