রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ কাণ্ডে গ্রেফতার ২, টানা তল্লাশির পর অবশেষে পুলিশের জালে দুষ্কৃতীরা

Published : Apr 12, 2024, 10:09 AM ISTUpdated : Apr 12, 2024, 10:12 AM IST
NIA

সংক্ষিপ্ত

বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ কাণ্ডে দুই মূল সন্দেহভাজনকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)।

বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ কাণ্ডে দুই মূল সন্দেহভাজনকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। বোমা হামলাকারী মুসাভির হুসেন শাজিব এবং বিস্ফোরণের মূল অভিযুক্ত আবদুল মতিন তাহাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে ।

সূক্ষ্ম তদন্ত এবং গোয়েন্দা সূত্র মারফত জানা গিয়েছে , বেশ কয়েক মাস ধরে পলাতক সন্ত্রাসীদের খুজছিল এনআইএ। অবশেষে নিখোঁজ সন্ত্রাসীদের খোঁজ পেয়ে আটক করে তাঁরা।

সন্ত্রাসবাদীরা আসাম ও পশ্চিমবঙ্গে আত্মগোপন করে ছিল বলে খবর। সন্দেহভাজন মুসাভির হুসেন শাজিবকে একটি টুপির জন্য শনাক্ত করা সম্ভব হয়। টুপি কিনতে গিয়ে সিসিটিভি ফুটেজে ধরা পড়ে মুসাভির। কর্ণাটকের বাসিন্দা এই সন্দেহভাজন জঙ্গি এনআইএ-র রাডারে ছিল, সন্দেহ করা হচ্ছে মালেনাড়ু অঞ্চলের জঙ্গি গোষ্ঠীগুলির সঙ্গে যোগাযোগ রয়েছে। এদের সঙ্গে ম্যাঙ্গালোর এবং কোয়েম্বাটুরের ঘটনা সহ বোমা বিস্ফোরণ এবং ষড়যন্ত্র মামলায় জড়িত ব্যক্তিদের বনেটওয়ার্ক রয়েছে কি না তা তদন্ত করছে পুলিশ।

বেঙ্গালুরুর রামেশ্বম ক্যাফে বিস্ফোরণ মামলায় দুই সন্দেহভাজন সম্পর্কে তথ্য দিলেই ২০ লক্ষ টাকা পুরস্কার বলে ঘোষণা করেছিল পুলিশ। অবশেষে তদন্তকারী দলের হাতে ধরা দিল দুই দুষ্কৃতী।

PREV
click me!

Recommended Stories

'হিন্দু রেট অফ গ্রোথ'! ভারতের ডিজিপি বাড়তেই হিন্দুদের অপমান নিয়ে সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
8th Pay Commission: অষ্টম বেতন কমিশনে পেনশন ও ডিএ নিয়ে নতুন মোড়! এক কোটি পরিবারকে স্বস্তি দিয়ে সরকার দিল বড় আপডেট