Fact Check: ২১ হাজার টাকা দিয়ে ১৫ লাখের রিটার্ন! সরকারি স্কিমে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন সীতারামন?

Published : Mar 11, 2025, 11:51 PM ISTUpdated : Mar 12, 2025, 12:32 PM IST
Nirmala sitharaman budget 2025

সংক্ষিপ্ত

সম্প্রতি একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে, নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) একটি সরকারি স্কিমে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন। সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবেই ছড়িয়ে পড়েছে সেই ভিডিও (Fact Check Video)।

Fact Check: সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি ছড়িয়ে পড়েছে একটি জনপ্রিয় ইংরেজি সংবাদ সম্প্রচার সংস্থার ভিডিও। সেখানে দেখা যাচ্ছে যে, দেশের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) একটি সরকারি বিনিয়োগ স্কিমের (Investment Scheme) প্রচার করছেন এবং গ্রাহকদের সেও স্কিমে বিনিয়োগ করে মুনাফা তুলতে প্ররোচিত করছেন।

তবে এই ভিডিওটি তুমুলভাবে ভাইরাল হয়ে যাওয়ার পর, ফ্যাক্ট চেক ডেস্কের (Fact Check) অনুসন্ধানে দেখা যায় যে, এই ভিডিওটি একদমই সত্যি নয়। কেন্দ্রীয় মন্ত্রী কখনই এই ধরনের পরামর্শ দেননি। সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া সেই ভিডিওটি পুরোটাই ভুয়ো। জনৈক এক ব্যবহারকারী সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও আপলোড করেন, যেখানে দেখা যাচ্ছে নির্মলা সীতারামন একটি সরকারি স্কিমে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন। সেই ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, “বিগত ২ বছর ধরে একটি অটোমোটিভ সিস্টেম তৈরি করার কাজ আমরা করে চলেছি, আর সেই সিস্টেমের কথাই আমি বলতে এসেছি, যা ইতিমধ্যেই ভারতীয়দের বাড়তি আয়ের পথ খুলে দিয়েছে। আমি একদিনেই কোটি কোটি টাকার আয় হবে তা প্রতিশ্রুতি দিচ্ছি না। কিন্তু দিনে ৫০ হাজার টাকা আয় হতে পারে এই কথা সত্যি। আপনাদের রেজিস্টার করতে হবে এবং আপনার অ্যাকাউন্টে ২১ হাজার টাকা বিনিয়োগ করতে হবে। আর সেই টাকাই বিপুল হারে বাড়তে থাকবে, আপনি নিজেও তা দেখতে পাবেন।”

আসলে নির্মলা সীতারমন ঠিক কী বলেছিলেন?

পিটিআই-এর ফ্যাক্ট চেক ডেস্কের পক্ষ থেকে সেই ভিডিওটি বারবার চালিয়ে তার বেশ কিছু কিফ্রেম স্ন্যাপ নেওয়া হয় এবং তা গুগল লেন্সের মাধ্যমে রিভার্স ইমেজ সার্চে দেখা যায় এমনই একটি ভিডিও রয়েছে। কিন্তু জালিয়াতরা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে নির্মলা সীতারামনের গলায় ডাবিং করে বেআইনি স্কিমে বিনিয়োগের প্রলোভন দেখাচ্ছেন। আইপিএস ভিসি সজ্জান সেই ভিডিও পোস্ট করে এক্স হ্যান্ডলে সতর্কতা ছড়াতে লেখেন, “দেখুন কীভাবে জালিয়াতরা সম্মানীয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ভিডিওকে ডাবিং করে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে নতুন কথা বসিয়ে অনৈতিক স্কিমের প্রচার চালাচ্ছে। নেটওয়ার্ক মার্কেটিং থেকে কারও পক্ষে ক্ষতি ছাড়া, মুনাফা করা সম্ভব নয়। এটাই চরম সত্য। আমার কর্মজীবনের শুরুতে আমি বহুলভাবে এই ধরনের এমএলএম সংস্থাগুলির বিরুদ্ধে লড়াই করেছি। অনলাইনে যা দেখতে পান সবকিছুকে অন্ধভাবে বিশ্বাস করবেন না'। দেখুন সেই পোস্ট পিটিআই ফ্যাক্ট চেক ডেস্কের পক্ষ থেকে আবার রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে অনুসন্ধানে জানা যায় যে, সেটি ভুয়ো।”

নির্মলা সীতারামন কোনও বিনিয়োগ বা ট্রেডিং প্ল্যাটফর্মের কথা বলেননি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সরকারি বিনিয়োগ স্কিমের প্রচার করেছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

News Round Up: মোদীর রানাঘাটে জনসভা থেকে নানুরে তৃণমূল বুথ সভাপতি খুন- সারা দিনের খবর এক ক্লিকে
Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!