পাঁচ লক্ষ টাকা পর্যন্ত কোনও আয়কর নয়, শর্তস্বাপেক্ষে ছাড় বাড়ালেন নির্মলা

  • আয়করের ঊর্ধসীমা বাড়ালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী
  • পাঁচ লক্ষ টাকা পর্যন্ত কোনও আয়কর নয়
  • কর সরলীকরণে নতুন ব্যবস্থা আনছে কেন্দ্রীয় সরকার
     

করদাতাদের স্বস্তি দিয়ে আয়করের হার কমানোর ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বাড়ানো হলো আয়করের ঊর্ধ্বসীমা। অর্থমন্ত্রী জানিয়েছেন, পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও কর দিতে হবে না। একই সঙ্গে আয়করের হিসেবের সরলীকরণের জন্য নতুন কর ব্যবস্থা আনছে মোদী সরকার। 

কেন্দ্রীয় বাজেটেই এই ঘোষণা করেছেন নির্মলা সীতারমণ। নতুন এই ব্যবস্থায় আয়ের উপরে সরাসরি কর নির্ধারণ করা হবে। বর্তমান ব্যবস্থায় যে বিভিন্ন ধরনের কর ছাড়ের সুযোগ থাকে, সেগুলি বাদ দিয়েই নয়া ব্যবস্থায় কর নির্ধারণ করা হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দাবি, এর পরেও নতুন ব্যবস্থায় আগের তুলনায় লাভবান হবেন করদাতারা। 

Latest Videos

একনজরে দেখে নেওয়া যাক নতুন আয়করের হার-

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দাবি, নতুন আয়করের হারে বাৎসরিক আয় ১৫ লক্ষ টাকা হলে ৭৮ হাজার টাকা পর্যন্ত সাশ্রয় হবে করদাতার।

একই সঙ্গে সীতারমণ জানিয়ে দিয়েছেন, করদাতারা চাইলে পুরনো ব্যবস্থাতেও কর দিতে পারবেন। আর যাঁরা নতুন ব্যবস্থায় কর দিতে চান, তাঁরা সেই সুযোগ নিতে পারবেন। 

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দাবি, এতদিন প্রায় একশোটি ক্ষেত্রে করছা়ড়ের সুবিধে মিলত। ফলে কর নির্ধারণের ক্ষেত্রে জটিলতা বাড়ত। সেই জটিলতা কমিয়ে কর আদায় প্রক্রিয়ার সরলীকরণের জন্যই নতুন কর কাঠামো আনা হচ্ছে। যে একশোটি ক্ষেত্রে কর ছাড়ের সুবিধে মেলে, সেগুলির মধ্যে থেকে প্রায় সত্তরটি তুলে দেওয়া হবে। করদাতারা যদি এই ছাড়গুলির সুবিধে নিয়ে আয়কর দিতে চান, তাহলে তাঁদের পুরনো ব্যবস্থাতেই কর দিতে হবে। আর যদি তাঁরা নতুন ব্যবস্থায় কাঠামোয় আয়কর নির্ধারণ করেন, তাহলে বিভিন্ন ছাড় বা টএক্সেমশন'-গুলির সুযোগ নিতে পারবেন না।

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury