BJP News: ভোটের ফল প্রকাশের আগের দিনে মোদীর বাড়িতে নীতিশ, জেপি নাড্ডার বাড়িতে বড় বৈঠক

আগামিকাল, মঙ্গলবার লোকসভা নির্বাচনের ভোট গণনা। ফল প্রকাশ একই দিনে। তার আগে মোদী-নীতিশ কুমারের মধ্যে বৈঠক যথেষ্ট তাৎপর্যপুর্ণ।

 

Saborni Mitra | Published : Jun 3, 2024 4:45 PM IST

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের এক দিন আগেই দিল্লিতে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। একই সঙ্গে বিজেপি শিবিরেও ভোট গণনা নিয়ে তৎপরতা তুঙ্গে। সোমবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাড়িতেও একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে।

আগামিকাল, মঙ্গলবার লোকসভা নির্বাচনের ভোট গণনা। ফল প্রকাশ একই দিনে। তার আগে মোদী-নীতিশ কুমারের মধ্যে বৈঠক যথেষ্ট তাৎপর্যপুর্ণ। যদিও দুজনেই এই বৈঠকে সৌজন্য সাক্ষাৎকার বলে দাবি করেছেন। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বিজেপির সঙ্গে জোট করে নির্বাচনে লড়াই করেছিলেন। নীতিশ কুমার জানিয়েছেন,বারাণসীতে মোদীর মনোনয়নপত্র দাখিল করার সময় তিনি উপস্থিত থাকতে পারেনি শারীরিক অসুস্থতার জন্য। সেই কারণে এদিন মোদীর সঙ্গে দেখা করলেন।

Latest Videos

অন্যদিকে বিজেপির সভাপতি জেপি নাড্ডার বাড়িতে বৈঠক নিয়ে বিজেপি নেতা বিনোদ তাওদে বলেছেন, 'নাড্ডা বাড়িতে বৈঠকে উপস্থিত ছিলন অমিত শাহ, রাজনাথ সিং,অমিত শাহর মত প্রবীণ নেতারা। ছিলেন বেশ কয়েকজন মন্ত্রী ও দলের সাধারণ সম্পাদকরা। সাতটি ধাপে কী করে ভোট গণনা হবে তা নিয়ে পর্যালোচনা করা হয়। গণনা প্রস্তুতি নিয়েও আলোচনা করা হয়েছে।'

বিজেপি নেতা বলেন, বুথ ও গণনা এজেন্টদের মোতায়েন ও সেইসঙ্গে বিজেপির দলীয় কার্যালয়ে আধিকারিকরা কী করে গণনার দায়িত্ব পালন করবেন তারও নির্দেশিকা দেওয়া বয়েছে। সূত্রের খবর এই বৈঠকে বিজেপি প্রার্থীদের বিশদ বিবরণ চাওয়া হয়েছে। প্রত্যেকটি ইউনিটের সভাপতিদের ইনপুন নেওয়াও হয়েছিল। এক বিজেপি নেতা জানিয়েছেন, পশ্চিমবঙ্গের মত রাজ্যে যেখানে তৃণমূল কংগ্রেসের ক্যাডাররা তাদের দলের নেতা কর্মীদের ভয় দেখাচ্ছে। তাই দলের নেতাদের পরিস্থিতি মোকাবিলার জন্য প্রয়োজনীয় নির্দেশ নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে।

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ট্রাম না চালানোর সিদ্ধান্ত রাজ্য় সরকারের, প্রতিবাদে জমায়েত শ্যামবাজার ট্রাম ডিপোতে | Kolkata Tram
দুর্গা পুজোয় কী ভাসবে বাংলা? দেখুন কী বলছে হাওয়া অফিস | West Bengal Weather Update
Sukanta Majumdar Live: হাওড়ার আমতায় বন্যায় কবলিত মানুষদের পাশে সুকান্ত মজুমদার, দেখুন সরাসরি
'নিশ্চয়ই ঈশ্বরের কাছে কোন পাপ করেছিলাম, সেই পাপের শাস্তি পেলাম' মন্তব্য অনুব্রত মণ্ডলের
হুগলির বন্যা মোকাবিলায় এসডিও স্মিতা সান্যাল শুক্লা, নিলেন সাধারণ মানুষকে রক্ষা করার দায়িত্ব