বিহারের মুজাফ্ফরপুর হোমে শিশু হত্যার ঘটনার কোনও প্রমাণ মেলেনি। শীর্ষ আদালতের কাছে এমনটাই দাবি করল সিবিআই।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সুপ্রিমকোর্টকে জানায় দুটি কঙ্কাল উদ্ধার হয়েছিল। তবে ফরেন্সিক তদন্তে জানা গেছে কঙ্কালদুটির একটি মহিলা ও অপরটি পুরুষের।
আরও পড়ুন : শ্রীনগরে গ্রেনেড হানা, নিশানায় সিআরপিএফ বাহিনী
প্রধান বিচারপতি এস কে বোবদের নেতৃত্বে বিচারপতিদের বে়ঞ্চ সিবিআইয়ের পেশ করা রিপোর্ট গ্রহণ করেছে। পাশাপাশি সিবিআই-এর তদন্ত দল থেকে দুই আধিকারিককে অব্যাহতি দিয়েছে।
অ্যাটর্নি জেলারেল কে কে বেনুগোপাল বলেন, মুজাফ্ফরপুরের হোমে শিশুদের ধর্ষণ ও নিগ্রহের ঘটনায় নির্দিষ্ট সময়ের আগেই চার্জশিট পেশ করেছে সিবিআই। হোমে যেসব শিশুদের খোঁজ মিলছিল না বলে উঠেছিল তাদেরও উদ্ধার করা হয়েছে। আরও পড়ুন : শিল্পপতি ভক্তের দানের পরিমাণ এক কোটি, ব্যয় হবে তিরুপতির গোমাতাদের পরিচর্যায়
বোনুগোপাল বলেন, বিহারের ১৭টি হোমে তদন্ত চালিয়েছে সিবিআই। আতেদর মধ্যে ১৩টি হোম নিয়ে চার্জশিট পেশ করা হয়েছে। বাদবাকি চারটি হোমে প্রাথমিক তদন্তে তেমন কোনও অসঙ্গতি মেলেনি।