শ্রীনগরে গ্রেনেড হানা, নিশানায় সিআরপিএফ বাহিনী

  • বনধের মধ্যে কাশ্মীরে গ্রেনেড হামলা
  • গ্রেনেড হামলা চালাল জঙ্গিরা
  • সিআরপিএফ বাহিনীকে লক্ষ করে হামলা
  • হামলায় আহত ২ সাধারণ নাগরিক 
     

Asianet News Bangla | Published : Jan 8, 2020 10:08 AM IST / Updated: Jan 08 2020, 03:44 PM IST

মোদী সরকারের শ্রম নীতির বিরুদ্ধে ১০ টি শ্রমিক সংগঠন বনধ ডেকেছিল বুধবার। আর তার মধ্যেই বুধবার ফের জঙ্গি হামলার শিকার হল ভূস্বর্গ। দুপুরে শ্রীনগরের হাবক চৌকে গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা।

আরও পড়ুন : শিল্পপতি ভক্তের দানের পরিমাণ এক কোটি, ব্যয় হবে তিরুপতির গোমাতাদের পরিচর্যায়

সিআরপিএফ বাহিনীকে লক্ষ করে এই হামলা চালায় সন্ত্রাসবাদীরা। যাতে কমপক্ষে আহত হন ২ নাগরিক। এদিকে হামলার পরই নিরাপত্তারক্ষীরা গোটা এলাকা ঘিরে ফেলে।

জানা গেছে সিআরপিএফ বাহিনীকে লক্ষ করে ছোড়া গ্রেনেডটি লক্ষ্যভ্রষ্ট হয়। যাতে আহত দন দু'জন ভারতীয় নাগরিক। কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে ছোড়া হয় গ্রেনেডটি।

আরও পড়ুন : দেশজুড়ে মিশ্র প্রভাব, স্বাভাবিক থাকল বাণিজ্যনগরী, ধর্মঘটীদের ট্যুইট করে সেলাম রাহুলের

চলিত মাসের শুরুতেই শ্রীনগরের কাওদারা এলাকায় সিআরপিএফ দলের উপর গ্রেনেড হামলা চালিয়েছিল সন্দেহভাজন জঙ্গিরা। যাতে আহত হয় ১৬ বছরের এক কিশোর। তবে ওই হামলায় সিআরফি জওয়ানদের কোনও ক্ষতি হয়নি। এই হামলার ঘটনায় অবশ্য সন্ত্রাসবাদীদের এখনও চিহ্নিত করতে পারেনি পুলিশ। হামলায় ক্ষতি হয় দুটি গাড়িরও। 


 

Share this article
click me!