আজ পেট্রোল-ডিজেলের কত দাম ভারতে, ভোট দিতে যাবার আগে দেখুন জ্বালানীর দাম

রবিবার ভোটের সকালে ইতিমধ্যেই পেট্রোল-ডিজেলের  দাম নতুন প্রকাশ করেছে দেশের সরকারি তেল সংস্থা ।  এদিন সকালে  কলকাতা-সহ দেশে ১০ শহরে কী দামে বিক্রি হচ্ছে পেট্রোল এবং ডিজেল, চলুন  জেনে নেওয়া যাক।

  

রবিবার ভোটের সকালে ইতিমধ্যেই পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দাম নতুন প্রকাশ করেছে দেশের সরকারি তেল সংস্থা (Govt Oil Organisation)। এদিকে জ্বালানীর দাম   ১০৮ দিন ধরে অপরিবর্তিত রয়েছে। উল্লেখ্য, এদিন পঞ্জাব বিধানসভা নির্বাচন এবং উত্তরপ্রদেশের তৃতীয় দফা ভোট। ভারতের ৫ রাজ্যের বিধানসভা ভোটের কারণে ডিজেলের দাম স্থিতিশীল থাকলে মার্চ মাসে তা ব্যাপক হারে বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। এদিন সকালে  কলকাতা-সহ দেশে ১০ শহরে কী দামে বিক্রি হচ্ছে পেট্রোল এবং ডিজেল, চলুন  জেনে নেওয়া যাক।

 আইওসিএল -র (Indian Oil Corporation Ltd) ওয়েবসাইট অনুযায়ী, 

Latest Videos

 কলকাতায় পেট্রোলের দাম রয়েছে প্রতি লিটারে ১০৪ টাকা ৬৭ পয়সা এবং ডিজেলের দাম প্রতি লিটারে ৮৯ টাকা ৭৯ পয়সা।

দিল্লিতে লিটার প্রতি পেট্রেলের দাম ৯৫ টাকা ৪১ পয়সা এবং ডিজেলের দাম ৮৬ টাকা ৬৭ পয়সা।

মুম্বইতে  লিটার প্রতি পেট্রেলের দাম ১০৯ টাকা ৯৮ পয়সা এবং ডিজেলের দাম ৯৪ টাকা ১৪ পয়সা।

চেন্নাইতে লিটার প্রতি পেট্রেলের দাম ১০১ টাকা ৪০ পয়সা এবং ডিজেলের দাম ৯১ টাকা ৪৩ পয়সা।

আগ্রাতে  লিটার প্রতি পেট্রেলের দাম ৯৫ টাকা ০৫ পয়সা এবং ডিজেলের দাম ৮৬ টাকা ৫৬ পয়সা। 

আরও পড়ুন, শুরু পঞ্জাব বিধানসভা নির্বাচন, 'প্রথমবারের ভোটারদের আহ্বান' জানিয়ে টুইট মোদীর

 আইওসিএল -র (Indian Oil Corporation Ltd)  ওয়েবসাইট অনুযায়ী, ভোপালে লিটার প্রতি পেট্রেলের দাম ১০৭ টাকা ২৩ পয়সা এবং ডিজেলের দাম ৯০ টাকা ৮৭ পয়সা। 

ব্যাঙ্গালোরে  লিটার প্রতি পেট্রেলের দাম ১০০ টাকা ৫৮ পয়সা এবং ডিজেলের দাম ৮৫ টাকা ০১ পয়সা। 

চণ্ডীগড়ে লিটার প্রতি পেট্রেলের দাম ৯৪ টাকা ২৩ পয়সা এবং ডিজেলের দাম ৮০ টাকা ৯০ পয়সা। 

ভুবেনেশ্বরে  লিটার প্রতি পেট্রেলের দাম ১০১ টাকা ৮১ পয়সা এবং ডিজেলের দাম ৯১ টাকা ৬২ পয়সা। 

আমেদাবাদে  লিটার প্রতি পেট্রেলের দাম ৯৫ টাকা ১৩ পয়সা এবং ডিজেলের দাম ৮৯ টাকা ১২ পয়সা।

উল্লেখ্য, রাশিয়া এবং ইউক্রেনের মধ্য়ে পারদ চড়তেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দর সাত বছরের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। সারা দেশে শেষবার পেট্রোল-ডিজেলের দাম পরিবর্তন হয়েছিল একুশ সালের ৪ নভেম্বর। তারপর দেখতে দেখতে এদিন ১৯ ফেব্রুয়ারি। এদিনও কার্যত একই জায়গায় স্থির রয়েছে দাম। আন্তর্জাতিক বাজারে বর্তমানে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম গত সাত বছরে শীর্ষে পৌছেছে। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৯০ ডলার প্রতি ব্যারেল হয়ে গিয়েছে। অক্টোবার ২০১৪ সালের পর এটাই সর্বোচ্চ। তবে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির পরও দেশের বাজারে পেট্রোল ডিজেলের দাম স্থির রয়েছে। এদিকে ভারতের ৫ রাজ্যের বিধানসভা ভোটের কারণে ডিজেলের দাম স্থিতিশীল থাকলে মার্চ মাসে তা ব্যাপক হারে বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। ফের যদি দেশ জুড়ে তেলের দাম বাড়ে, তাহলে মধ্যবিত্তের নাগালের বাইরে যেতে পারে বলে দাবি রাজনীতিবিদদের।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?