দারুণ সাফল্য ভারতীয় সেনার, জওয়ানদের গুলিতে ঝাঁঝরা হিজবুল মুজাহিদিনের অন্যতম নেতা

  • ফের সাফল্য ভারতীয় সেনার
  • যৌথবাহিনীর গুলিতে ঝাঁঝরা জঙ্গি
  • হিজবুল মুজাহিদিনের অন্যতম মাথা খতম
  • হিজবুলের কমান্ডার ছিল মেহরাজউদ্দিন হালওয়াই

ভারতীয় সেনার মুকুটে আরও একটা সাফল্যের পালক। জম্মু কাশ্মীরের হান্দওয়াড়াতে ভারতীয় সেনার গুলিতে নিকেশ হল পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠীর অন্যতম নেতা। হিজবুল মুজাহিদিনের কমান্ডার মেহরাজউদ্দিন হালওয়াই ওরফে উবেইদকে খতম করেছে ভারতীয় সেনা। 

মেহেরাজউদ্দিন কুখ্যাত জঙ্গি। আইজিপি কাশ্মীর জানান, উপত্যকায় একাধিক নাশকতার সঙ্গে জড়িত এই হিজবুল কমান্ডার। তাই মেহরাজকে খতম করা ভারতীয় সেনার কাছে নিঃসন্দেহে বড় সাফল্য। দীর্ঘদিন ধরে হিজবুলের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে আসছে এই মেহরাজ। জম্মু কাশ্মীর পুলিশ, ভারতীয় সেনার ৩২ রাষ্ট্রীয় রাইফেলস ও সিআরপিএফের ৯২ নম্বর ব্যাটালিয়ন হান্দওয়াড়ার ক্রালগুন্দে নিখুঁত অপারেশন চালায়। 

Latest Videos

রাতের অন্ধকারে আতঙ্ক, প্রাণের ভয়ে ঘর বাড়ি ছেড়ে ছুটলেন রাজধানীর বাসিন্দারা

দোসরা জুলাই পাঁচ লস্কর এ তইবা জঙ্গিকে খতম করে সেনা। তবে জঙ্গিদের পাল্টা গুলিতে শহিদ হন এক ভারতীয় জওয়ান। জম্মু কাশ্মীরের পুলওয়ামায় আচমকাই শুরু হয় ভয়াবহ গুলির লড়াই। পুলওয়ামা জেলার রাজপোরা এলাকার হানজিন গ্রামে কয়েক জন জঙ্গি লুকিয়ে রয়েছে, খবর পেয়ে গোটা এলাকা ঘিরে ফেলে বাহিনী। শুরু হয় চিরুণি তল্লাশি। 

আচমকা ভারতীয় সেনার দিকে ছুটে আসে ঝাঁকে ঝাঁকে গুলি। গুরুতর জখম হন ওই সেনা জওয়ান। হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। পাল্টা মার দেয় ভারতীয় সেনাও। সেনার গুলিতে খতম হয় কমপক্ষে পাঁচজন লস্কর এ তইবা জঙ্গি।

ঝাঁকে ঝাঁকে গুলি ছুটে এল, শহিদ এক সেনা জওয়ান, পাল্টা মারে নিকেশ ৫ জঙ্গিও

এর দুদিন আগেই দুদিন আগেই এক অপারেশনে খতম হয় লস্কর ই তইবার শীর্ষনেতা ও এক পাকিস্তানি জঙ্গি। লস্করের যে শীর্ষ নেতাকে নিকেশ করা হয়, তার নাম আবরার। মঙ্গলবার ভোররাতে এক এনকাউন্টারে কাশ্মীর পুলিশ খতম করে এই লস্কর কমান্ডারকে। শ্রীনগরের মালুরা পারামপোরায় এই এনকাউন্টার শুরু হয়। সেখানেই নিকেশ হয় আবরার। জম্মু কাশ্মীর পুলিশের কাছে নির্দিষ্ট সূত্রে খবর ছিল জঙ্গিদের বিষয়ে। তারপরেই হামলা চালানো হয়।

Share this article
click me!

Latest Videos

মমতা হারবে, DA ন্যায্য অধিকার, জয় আপনাদের দোরগোড়ায়, ঐক্যবদ্ধ থাকুন : শুভেন্দু | Suvendu Adhikari
শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
নওশাদ সিদ্দিকীকে জঙ্গি আখ্যা Saokat Molla-র, পাল্টা বড় পদক্ষেপ Naushad Siddiqui-র
Suvendu Adhikari Live : নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না অবস্থান মঞ্চে শুভেন্দু
এ যেন লুকোচুরি খেলা! ক্ষণে ক্ষণে স্থান পরিবর্তন, এখনও অধরা বাঘিনী যমুনা | Jhargram Tiger News