Operation Sindoor: পেহলগাঁও জঙ্গি হামলার প্রতিশোধে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে সুনির্দিষ্ট আঘাত হেনেছে ভারত। ড্রোন ব্যবহার করে জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে। ধুলোয় মিশে গিয়েছে জঙ্গিঘাঁটি, প্রকাশ্যে এল পাকিস্তানের ধ্বংসের ছবি।
কামিকাজে ড্রোন পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে হামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রকাশ্যে এসেছে সেই সকল ধ্বংসর ছবি।
514
পাকিস্তানও এই হামলার কথা স্বীকার করেছে। ইসলামাবাদের দাবি, ভারতের হামলায় ৮ জনের প্রাণ গিয়েছে।
614
তেমনই পাকিস্তানে এক প্রকাশিত তথ্য বলা হয়, রাত ১টা নাগাদ পাকিস্তানের মোটা ৬ জায়গায় ২৪ টি হামলা চালিয়েছে ভারতীয় বাহিনী।
714
ভাইরাল হওয়া পাকিস্তানের ভিডিওতে দেখা যাচ্ছে, ভারত কীভাবে পাকিস্তানের একাধিক ইমারত গুঁড়িয়ে দিয়েছে। তবে, ভারতীয় সেনাদের দাবি সেগুলো ছিল পাকিস্তানের জঙ্গি ঘাঁটি।
814
প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে লেখা হয়েছে, আমাদের পদক্ষেপ সুনির্দিষ্ট, পরিমিত ও অপ্ররোচনামূলক। পাকিস্তানি সেনাবাহিনীর কোনও পরিকাঠামোয় আঘাত হানা হয়নি।
914
তিনি আরও বলেন, লক্ষ্যবস্তু নির্ধারণ এবং আঘাত হানার প্রশ্নে ভারত উল্লেখযোগ্য সংযম দেখিয়েছে।
1014
প্রসঙ্গত, পাকিস্তানের পঞ্জাব প্রদেশের বহাওয়ালপুরে এবং পাক অধিকৃত কাশ্মীরে আঘাত হানল ভারতীয় সেন।
1114
এভাবেই পাকিস্তানকে জবাব দিল পেহলগাঁও কাণ্ডের। ৯ জায়গায় জঙ্গি পরিকাঠামো লক্ষ্য করে ‘প্রিসিশন স্ট্রাইক’ করা হয়েছে।
1214
প্রসঙ্গত, ২২ এপ্রিল পেহলগাঁও-তে হয়েছিল জঙ্গি হামলা। ধর্ম জেনে বেছে বেছে হিন্দু পুরুষদের হত্য়া করে জঙ্গিরা।
1314
যে সকল মহিলার সিঁথিতে সিঁদুর ছিল, হত্যা করা হয় তাদের স্বামীদের। সেদিন পেহলগাঁও-র বৈসরণ উপত্যকায় হত্যা হয় ২৫ জন পর্যটক ও ১ জন স্থানীয়ের।
1414
সেই ঘটনায় ফুঁসছিল ভারত। মঙ্গলরার রাতে তারই প্রতিশোধ নিল সেনারা। গুঁড়িয়ে দেওয়া হল পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে সকল জঙ্গি ঘাঁটি।