- Home
- India News
- Operation Sindoor: পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে হামলার লক্ষ্যভেদ করল কামিকাজে ড্রোন, কী এই মারণাস্ত্র?
Operation Sindoor: পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে হামলার লক্ষ্যভেদ করল কামিকাজে ড্রোন, কী এই মারণাস্ত্র?
Operation Sindoor: মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় বাহিনী ক্ষেপণাস্ত্র ও কামিকাজে ড্রোন হামলা চালায়। জেনে নিন কী বিশেষত্ব আছে কামিকাজে ড্রোনে।

মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে আঘাত হানল ভারতীয় বাহিনী। ক্ষেপণাস্ত্র ছুড়ে ভারত আঘাত করে।
চারিদিকে যখন ঘুটঘুটে অন্ধকার, কখন ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে।
কামিকাজে ড্রোন পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে হামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জেহাদি ঘাঁটিতে হামলা চালাতে ব্যবহার করা হল মারণাস্ত্র কামিকাজে ড্রোন (kamikaze drone)।
এখন প্রশ্ন হল কী এই কামিকাজে ড্রোন (kamikaze drone)? কেন এই নাম রাখা হল?
কামিকাজে (kamikaze) শব্দটি জাপানি। এর অর্থ হল দৈবী হওয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি ফৌজের বিমানবাহিনী একটি বিশেষ শাখাকে বলা হতো কমিকাজে স্পেশ্যাল অ্যাটাক ইউনিট।
এদের কাজ ছিল শত্রুপক্ষের যুদ্ধজাহাজে আত্মাঘাতী হামলা করা।
কামিকাজে (kamikaze) পাইলটরা বারুদ ঠাসা প্লেন নিয়ে মার্কিন রণতরীগুলোর ওপর আচড়ে পড়ার চেষ্টা করতেন। এভাবে নিজের প্রাণ বিসর্জন দিয়ে প্রতিপক্ষকে ধ্বংস করার প্রয়াস করতেন তারা।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিশেষ করে প্রশান্ত মহাসাগরে আমেরিকা ও জাপানের (Japan) নৌবাহিনীর লড়াইয়ের সময় কামিকাজে (kamikaze) হামলা করতে দেখা গিয়েছিল জাপানি পাইলটদের।
এই কায়দাকে ভিত্তি করেই তৈরি হয়েছিল চালকবিহীন এই ড্রোন। যা ঠাসা বারুদ ও অস্ত্র দিয়ে। একদম সঠিক নিশানায় শত্রুর ওপর আঘাত হানতে সক্ষম হয়।
আজ ড্রোনই ব্যবহৃত হল বাহওয়ালপুরে জইশ ই মহম্মদ, মুরাক্কায় লস্কর ই তৈবা ও হিজবুল মুজাহিজিনের সদর দপ্ততে হামলা চালাতে।

