
Pakistani spy Arrest:পাকিস্তনের গুপ্তচর গ্রেফতার। সেনা বাহিনীর সদস্যরাই গ্রেফতার করে সুনীল কুমার রামকে। অভিযুক্ত বিহারের ভাতিন্ডা ক্যান্টনমেন্ট এলাকায় থাকত। সেখান থেকেই সেনা বাহিনীর তথ্য এক মহিলাকে অর্থের বিনিময় বিক্রি করত। সেনা আধিকারিকরা সুনীল কুমারকে জিজ্ঞাসাবাদ করছে বলে সূত্রের খবর।
সংবাদ সংস্থা জানিয়েছে, পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ভাটিন্ডা ক্যান্টনমেন্ট থেকে বিহারের ২৬ বছর বয়সী মুচি সুনীল কুমার রামকে সেনা কর্মকর্তারা গ্রেপ্তার করেছে। একজন পাকিস্তানি মহিলার সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে তার জড়িত থাকার বিষয়টি ধরা পড়ে, সেই মহিলা তাকে সামরিক অঞ্চল সম্পর্কে তথ্য দেওয়ার জন্য অর্থ প্রদান করেছিল। পুলিশ তদন্ত শুরু করেছে।
পহেলগাঁও হামলার পর থেকেই ভারতীয় সেনা বাহিনী উচ্চ সতর্কতায় রটেছে। সূত্রের খবর ভারতীয় সেনা বাহিনীকে টার্গেট করেছে পাকিস্তান। ইতিমধ্যেই সেনা বাহিনীর একাধিক ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা করেছিল পাকিস্তানি হ্যাকাররা। কিন্তু তাতে তারা পুরোপুরি সফল হয়ে পারেনি। সূত্রের খবর আর্মি পাবলিক স্কুল (এপিএস) শ্রীনগর এবং এপিএস রানিখেতের ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা করেছিল পাকিস্তান। কিন্তু তাতে তারা সফল হয়নি। একইভাবে আর্মি ওয়েলফেয়ার হাউজিং অর্গানাইজেশন (এডব্লিউএইচও) ডাটাবেসেও পাকিস্তানি হ্যাকারদের হাত পড়েছিল বলে মনে করছেন অনেকে। ভারতীয় বিমান বাহিনী প্লেসমেন্ট অর্গানাইজেশন পোর্টালেও সমস্যা তৈরি করার চেষ্টা করেছিল পাকিস্তান। সেনা বাহিনীর এই চারটি ওয়েবসাইটই দ্রুত বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পাশাপাশি সেগুলি পুনরুদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সেনা সূত্রের খবর কোনও ভাবেই অপারেশনাল বা গোপন নেটওয়ার্ক প্রাভাবিত হয়নি।
এদিকে ভারতীয় সেনা বাহিনী ২৮-২৯ এপ্রিল রাতে কুপওয়ারা ও বারামুল্লা জেলার ও জম্মু ও কাশ্মীরের আখনুর সেক্টরে সীমান্ত এলাকায় পাকিস্তান সেনা বাহিনীর গুলি বর্ষণের কড়া জবাব দিয়েছে। কর্তকর্তাদের মতে ভারতীয় সেনা বাহিনী নিয়ন্ত্রণ রেখা এলাকায় পাকিস্তান বাহিনীকে কড়া জবাব দিয়েছে ভারত। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে ২৬ জনের।