লাদেন নিহত, কিন্তু গুজরাতের কসাই এখনও জীবিত, রাষ্ট্রপুঞ্জে বিস্ফোরক বেনজির-পুত্র বিলাবল

Published : Dec 17, 2022, 01:52 AM ISTUpdated : Dec 17, 2022, 01:55 AM IST
Bilawal Bhutto

সংক্ষিপ্ত

রাষ্ট্রপুঞ্জে বেনজির-পুত্র ব্যক্তিগত আক্রমণ করলেন মোদীকে। বললেন 'ওসামা বিন লাদেন নিহত হয়েছেন। কিন্তু গুজরাতের কসাই এখনও জীবিত।'

রাজনৈতিক কাদা ছোঁড়াছুঁড়ি এখন শুধু দেশের মধ্যেই সীমিত নেই পেরিয়েছে দেশের গন্ডিও।ভারত-পাক লড়াইয়ের জের এবার পড়লো রাষ্ট্রপুঞ্জেও। রাষ্ট্রপুঞ্জে দাঁড়িয়ে ব্যক্তিগত আক্রমণ করে ফের আন্তর্জাতিক রাজনীতিতে কোনঠাসা হলো পাকিস্তান। প্রাক্তন পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং সে দেশের নিহত প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলাবল শুক্রবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগ দিতে গিয়ে বলেন, ‘‘ওসামা বিন লাদেন নিহত হয়েছেন। কিন্তু গুজরাতের কসাই এখনও জীবিত। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।’’ পাক মন্ত্রীর ওই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক।

বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তানের বিদেশমন্ত্রীর মন্তব্যে তাঁর মানসিক দেউলিয়াপনা এবং দায়িত্বজ্ঞানহীনতা প্রকাশ পেয়েছে।’ নয়াদিল্লির পাক দূতাবাসের সামনে বিক্ষোভ দেখায় বিজেপির যুব মোর্চা।

বৃহস্পতিবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সভায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ২০০১ সালের সংসদ হামলার ঘটনা এবং আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনকে অ্যাবোটাবাদে আশ্রয় দেওয়ার প্রসঙ্গ তুলে বিঁধেছিলেন ইসালামাবাদকে। তারই প্রতিক্রিয়ায় শুক্রবার এই মন্তব্য করেন পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলাবল। আমেরিকার মাটিতে দাঁড়িয়ে গুজরাত দাঙ্গার প্রসঙ্গ তুলে পাক বিদেশমন্ত্রীর মন্তব্য, ‘‘ভারতের প্রধানমন্ত্রী না হওয়া পর্যন্ত ওঁর এই দেশের মাটিতে প্রবেশাধিকার ছিল না।’’

কিন্তু রাজনীতির আঙিনায় এমন ব্যক্তিগত কাদা ছোড়াছুড়ি কতটা ভালো নজরে নিলো রাষ্ট্রপুঞ্জ ? সে নিয়ে উদ্বিগ্ন দুই দেশই।

PREV
click me!

Recommended Stories

নতুন শ্রম আইনে আপনার বেতনের পরিমাণ খুব বেশি কমবে না,কারণ জানাল মন্ত্রক
যাত্রীদের সমস্যার 'ক্ষতে' ১০০০০ টাকার 'মলম'! IndiGo ভাউচার ঘোষণা করল