তাওয়াংকে ভারতে অন্তর্ভুক্তই করতে চাননি নেহরু- বিস্ফোরক অরুণাচলের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছিলেন যে ভারত-চিন বর্তমান সমস্যার জন্য ভারতবর্ষের প্রথম প্রধান মন্ত্রী জওহরলাল নেহেরু দায়ী।তার কথার আঙ্গিক ধরেই অরুণাচলের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু বলেন ,'তাওয়াংকে ভারতে অন্তর্ভুক্তই করতে চাননি নেহরু'

বেশ কিছুদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছিলেন যে ভারত-চিন বর্তমান সমস্যার জন্য ভারতবর্ষের প্রথম প্রধান মন্ত্রী জওহরলাল নেহেরু দায়ী। যুক্তি হিসেবে তিনি বলেছিলেন যে নেহেরুর আমলেই ভারতের হাজার হাজার কিলোমিটার জমি দখল করেছে চিন। তার কথার আঙ্গিক ধরেই অরুণাচলের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু বলেন ,' ইতিহাসের এমন অধ্যায় আছে যা আমাদের দেশের নাগরিকদের পড়ানো হয়নি। এই অধ্যায়টাও তেমন। পেমা খাণ্ডুর দাবি,”তাওয়াংকে ভারতের অন্তর্ভুক্ত করাটা পুরোপুরি সর্দার প্যাটেলের সিদ্ধান্ত ছিল। সেসময় অরুণাচল প্রদেশের নামও অরুণাচল প্রদেশ হয়নি। তখন এই এলাকার শাসনের দায়িত্ব ছিল অসম প্রশাসনের উপর। এর নাম ছিল নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি।” অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর দাবি, সেসময়ের সর্দার প্যাটেলের ইচ্ছাতেই অসমের রাজ্যপাল জয়রামদাস দৌলতরাম জেনারেল বব খাটিংকে তাওয়াংয়ে ভারতের পতাকা উত্তোলন করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু প্রায় দু’মাস লেগে গিয়েছিল পতাকা উত্তোলনের অনুমতি পেতে। রাজ্যপাল জয়রামদাস দৌলতরাম প্রধানমন্ত্রী নেহরুর দ্বারস্থ হয়েছিলেন ওই এলাকায় পতাকা উত্তোলনের অনুমতি পেতে। ততদিনে সর্দার প্যাটেল প্রয়াত হয়েছেন। কিন্তু নেহরু তাঁকে বলে দেন, “এই জায়গাটা নিয়ে আমরা করবটা কী?” যদিও এরপর নেহেরুর আপত্তি সত্ত্বেও তাওয়াংয়ে ভারতের পতাকা উত্তোলন করা হয়। জেনারেল বব খাটিং কারও নির্দেশ ছাড়াই তায়ওয়াংয়ে ভারতের পতাকা উত্তোলন করেন।

বিশেষজ্ঞমহলের একাংশের দাবি যে কংগ্রেসকে কোনঠাসা করতেই এমন যুক্তি দিলেন খান্ডু। তবে তাদের এই স্ট্রাটেজি ২০২৪ শে কতটা প্রভাব ফেলবে সেটাই এখন দেখার

Latest Videos

 

Share this article
click me!

Latest Videos

'বাংলাদেশের তালিবান ইউনূস হুঁশিয়ার' চরম হুমকি শুভেন্দুর | Suvendu Adhikari on Bangladesh
Mamata Banerjee Live: নৈহাটির বড়মা'র দরবারে মমতা, দেখুন সরাসরি
রান্না করতে গিয়েই ঘটলো বিপদ! চোখের পলকে ছাই হয়ে গেলো সব, শোকের ছায়া Budge Budge-এ | South 24 Pargana
'Firhad Hakim ও Kalyan Banerjee কে ফের একবার তীব্র আক্রমণ Humayun Kabir-এর, দেখুন কী বললেন
‘এমন পরিস্থিতি করবো ৭১-এর থেকেও তিনগুণ বেশি বুঝতে পারবে!’ Suvendu-র তীব্র হুঁশিয়ারি