এই নতুন প্যান নিয়ে EY Forensic and Integrity service- finance services- এর পার্টনার বিক্রম বাব্বর জানিয়েছেন- প্যান কার্ডটিকে নতুন QR কোড সব ডিজাইনে আপগ্রেড করার বিষয়টি ব্যবহারকারীদের তাদের পরিচয় এবং আর্থিক তথ্য সুরক্ষিত অবস্থায় রাখার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।