নাগ তুলসী নামের এক মহিলার বাড়িতে একটি পার্সেল এসে পৌঁছয়.
অন্ধ্রপ্রদেশে এক মহিলার বাড়িতে আসা পার্সেলে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার। সেইসঙ্গে, আবার ভয় দেখিয়ে একটি চিঠিও পাওয়া গেছে। পশ্চিম গোদাবরীর ইয়েন্দাগান্দি গ্রামের নাগ তুলসী নামের এক মহিলার কাছে এই অজ্ঞাত মৃতদেহ এবং ১.৩০ কোটি টাকা দাবি করে চিঠিটি পাঠানো হয়েছে।
বাড়ি তৈরির জন্য আর্থিক সাহায্য চেয়ে ক্ষত্রিয় সেবা সমিতিতে নাগ তুলসী আবেদন করেছিলেন। এর আগে সমিতি থেকে তাঁকে নাকি টাইলসও পাঠানো হয়েছিল। আরও সাহায্যের জন্য তিনি আবার সমিতিতে আবেদন করেন। এরপর সমিতি তাঁকে বৈদ্যুতিক সরঞ্জাম দেওয়ার প্রতিশ্রুতিও দেয়। তারপর লাইট, পাখা, সুইচ ইত্যাদি জিনিসপত্র দেওয়া হবে বলে তাঁকে হোয়াটসঅ্যাপে একটি বার্তাও পাঠানো হয়।
এমতাবস্থায় বৃহস্পতিবার, রাতে সেই মহিলার বাড়িতে একটি পার্সেল আসে। পার্সেলটি বাড়ির দরজায় রেখে যাওয়া এক ব্যক্তি বলেন যে, এর মধ্যে বৈদ্যুতিক সরঞ্জাম আছে। পরে তুলসী পার্সেল খুলে দেখেন যে, তার মধ্যে রয়েছে একজনের মৃতদেহ। শুধু তাই নয়, মৃতদেহের সঙ্গে থাকা একটি চিঠিতে ১.৩০ কোটি টাকা দাবি করা হয়েছে এবং না দিলে পরিবারকে মারাত্মক পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দেওয়া হয়েছে। এরপর পরিবার আতঙ্কিত হয়ে পুলিশে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। তবে পার্সেলটি পৌঁছে দেওয়া সেই ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। ক্ষত্রিয় সেবা সমিতির প্রতিনিধিদের জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই ডেকে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে যে, মৃতদেহটি প্রায় ৪৫ বছর বয়সী একজন পুরুষের এবং চার-পাঁচ দিন আগে তিনি মারা গেছেন বলে মনে করা হচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।