কিছু রাজনীতিবিদ কীভাবে ওয়াকফ জমি কেলেঙ্গিতে লাভবান হয়েছেন তা আনোয়ার মানিপ্পাড়ির রিপোর্টে স্পষ্ট হয়েছে বলে রাজীব চন্দ্রশেখর বলেছেন।
ওয়াকফ সংশোধনী বিল নিয়ে আয়োজিত যৌথ সংসদীয় কমিটির বৈঠক বয়কট করার জন্য বিরোধী দলগুলির তীব্র সমালোচনা করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা রাজীব চন্দ্রশেখর। কর্ণাটকে সংঘটিত গুরুতর ওয়াকফ জমি কেলেঙ্কারির প্রসঙ্গ তুলে ধরে তিনি এই সমালোচনা করেন। কিছু রাজনীতিবিদ কীভাবে ওয়াকফ জমি কেলেঙ্কারিতে লাভবান হয়েছেন, তা আনোয়ার মানিপ্পাড়ির রিপোর্ট এবং অনুসন্ধানে উঠে এসেছে বলে রাজীব চন্দ্রশেখর উল্লেখ করেন। আনোয়ার মানিপ্পাড়ির রিপোর্ট ওয়াকফ বোর্ডগুলোতে স্বচ্ছতার অভাব এবং দুর্নীতি উন্মোচন করতে সাহায্য করেছে বলে রাজীব চন্দ্রশেখরের দাবি। তিনি আরও বলেছেন, গরিব মুসলমানদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় সংস্কারগুলি বুঝতেও এই রিপোর্ট সহায়তা করেছে। দরিদ্র মুসলমানদের জন্যই ওয়াকফ বোর্ডের কাজ করা উচিত। কিন্তু, ওয়াকফ বোর্ড তা করছে না বলে অভিযোগ করেছেন রাজীব চন্দ্রশেখর।
বৈঠক বয়কট বিরোধীদের
এদিকে, সোমবারের নির্ধারিত যৌথ সংসদীয় কমিটির বৈঠক সকল বিরোধী দলের সাংসদ বয়কট করেছেন। কর্ণাটক রাজ্যের সংখ্যালঘু কমিশন এবং কর্ণাটক সংখ্যালঘু উন্নয়ন কর্পোরেশনের প্রাক্তন চেয়ারম্যান আনোয়ার মানিপ্পাড়ির চলমান বিল উপস্থাপনা ওয়াকফ বিল সম্পর্কে নয় বলে বিরোধী দলের সদস্যরা অভিযোগ করেছেন। কর্ণাটক সরকার এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বিরুদ্ধে আনোয়ার মানিপ্পাড়ি অপ্রপ্রয়োজনীয় অভিযোগ তুলেছেন এবং এটি গ্রহণযোগ্য নয় বলে অভিযোগ করে বিরোধী দল বৈঠক বয়কট করে।
নিয়ম না মানার অভিযোগ বিরোধীদের
সোমবারের বৈঠকে বিরোধী দলগুলির প্রতিনিধি হিসেবে ছিলেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ ও ইমরান মাসুদ, ডিএমকে সাংসদ এ রাজা, শিবসেনা (উদ্ধব ঠাকরে) সাংসদ অরবিন্দ সাওয়ান্ত, এআইএমআইএম সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি, সমাজবাদী পার্টি সাংসদ মহিব্বুল্লাহ, আম আদমি পার্টি সাংসদ সঞ্জয় সিং। তাঁদের অভিযোগ, নিয়ম মেনে কাজ করছে না কমিটি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Amanatullah Khan: দিল্লি ওয়াকফ বোর্ড সংক্রান্ত অর্থপাচারের অভিযোগে গ্রেফতার আমানাতুল্লাহ খান
জ্ঞানবাপী মসজিদে কোনওভাবেই বন্ধ করা যাবে না পুজো, নির্দেশ সুপ্রিম কোর্টের