সংক্ষিপ্ত
দিল্লিতে আম আদমি পার্টির একের পর এক নেতা-কর্মী দুর্নীতির অভিযোগে গ্রেফতার হচ্ছেন। লোকসভা নির্বাচনের আবহে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির ভূমিকা নিয়ে সরগরম রাজধানীর রাজনীতি।
শুক্রবার শুরু হচ্ছে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ। তার আগের দিন গ্রেফতার হলেন দিল্লির আম আদমি পার্টি বিধায়ক আমানাতুল্লাহ খান। দিল্লি ওয়াকফ বোর্ড সংক্রান্ত অর্থপাচারের মামলায় তাঁকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বৃহস্পতিবার ১০ ঘণ্টারও বেশি সময় ধরে আপ বিধায়ককে জেরা করেন ইডি আধিকারিকরা। দীর্ঘ জেরায় দিল্লি ওয়াকফ বোর্ড সংক্রান্ত নানা গরমিল ও বেআইনি কার্যকলাপের বিষয়ে জানতে চাওয়া হয়। আপ বিধায়কের জবাব সন্তোষজনক হয়নি বলেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। এদিন ইডি-র জেরার মুখোমুখি হতে রাজি ছিলেন না আমানাতুল্লাহ। জেরা এড়ানোর জন্য তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। আগাম জামিনের আবেদনও হন আপ বিধায়ক। কিন্তু সুপ্রিম কোর্ট তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়ে ইডি-র জেরার মুখোমুখি হওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এই জেরার পরেই গ্রেফতার হলেন আমানাতুল্লাহ।
কেন গ্রেফতার আমানাতুল্লাহ?
আমানাতুল্লাহর বিরুদ্ধে দিল্লি পুলিশে ৩টি অভিযোগ দায়ের হয়। সিবিআই-ও অর্থপাচারের অভিযোগে তদন্ত শুরু করে। ইডি-ও অভিযোগ করে, ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে আমানাতুল্লাহ চেয়ারম্যান থাকাকালীন দিল্লি ওয়াকফ বোর্ডে ব্যাপক দুর্নীতি হয়েছে। বেআইনিভাবে কর্মী নিয়োগ করা হয়েছে, ব্যক্তিগত স্বার্থে অন্যায়ভাবে ওয়াকফ বোর্ডের সম্পত্তি লিজে দেওয়া হয়েছে। নিজের নামে এবং অনুগামীদের নামে দিল্লিতে অনেক সম্পত্তি কেনার অভিযোগ উঠেছে আমানাতুল্লাহর বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে বেআইনিভাবে বিপুল অর্থ নেওয়ার অভিযোগও উঠেছে। অর্থপাচার সংক্রান্ত অনেক প্রমাণ পাওয়া গিয়েছে বলেও দাবি করেছে ইডি।
বেআইনি কার্যকলাপের অভিযোগ অস্বীকার আমানাতুল্লাহর
আমানাতুল্লাহ দাবি করেছেন, তিনি কোনও বেআইনি কাজ করেননি। আইন মেনেই সব কাজ করেছেন। ইডি-র মামলার পরিপ্রেক্ষিতে আইনি সাহায্য নিচ্ছেন বলেও জানিয়েছেন আমানাতুল্লাহ। তবে গ্রেফতার হওয়ায় তিনি আপাতত ইডি হেফাজতে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
জেলের মধ্যেই খুন হবে অরবিন্দ কেজরিওয়াল? বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে সরব AAP
Arvind Kejriwal: কেন রোজ আম আর মিষ্টি খাচ্ছেন কেরজিওয়াল? দিল্লির আদালতে প্রশ্ন ইডি-র
Arvind Kejriwal: ২ সপ্তাহ পর সুপ্রিম কোর্টে শুনানি, আপাতত জেলেই কেজরিওয়াল