প্রযুক্তিগত যান্ত্রিক ত্রুটির কারণে দিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরে ব্যাহত উড়ান পরিষেবা। দেরিতে চলছে অন্তত ৩০০ বিমান। এই বিষয়ে বিমান বন্দর কর্তৃপক্ষ সূত্রে খবর, প্রযুক্তিগত ত্রুটির কারণে তৈরি হয়েছে এই সমস্যা। দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছে বিমান বন্দর কর্তৃপক্ষ।
25
থমকে উড়ান পরিষেবা!
এই বিষয়ে শুক্রবার দুপুরে নিজেদের এক্স হ্যান্ডেলে একটি বার্তা পোস্ট করেছে দিল্লি এয়ারপোর্ট কর্তৃপক্ষ। সেখানে দিল্লি বিমানবন্দরে থাকা সমস্ত যাত্রীদের নিজ নিজ ফ্লাইট সংস্থার সঙ্গে যোগাযোগ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পোস্টে আরও জানানো হয়েছে যে, এয়ার ট্রাফিক কন্ট্রোলে প্রযুক্তিগত সমস্যার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে।
35
বিমানবন্দরে ভোগান্তিতে যাত্রীরা
এদিকে গন্তব্যের উদ্দেশে বেড়িয়ে বিমানবন্দরে এসে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হওয়ায় তীব্র হয়রানির শিকার বিমানযাত্রীরা। শুধু তাই নয়, দিল্লি বিমান বন্দর কর্তৃপক্ষ আরও জানিয়েছে যে, এয়ার ট্রাফিক কন্ট্রোলে যে সমস্যা দেখা দিয়েছে তা তাদের নিয়ন্ত্রণের বাইরে। ফলে যাত্রীদের আপাতত ধৈর্য ধরা ছাড়া কোনও উপায় নেই বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর হলো দেশের মধ্যে অন্যতম ব্যস্ততম বিমানবন্দর। এখান থেকে প্রতিদিন প্রায় ১৫০০-রও বেশি বিমান ওঠা-নামা করে। ফলে স্বাভাবিক ভাবেই যাত্রী চাপও থাকে প্রচুর। ফলে আকস্মিক এই যান্ত্রিক গোলযোগের কারণে বর্তমানে প্রায় ৩০০ বিমান চলছে দেরিতে।
55
যাত্রীদের আপডেট থাকার পরামর্শ
দিল্লি বিমান বন্দরে প্রযুক্তিগত সমস্যার বিষয়ে যাত্রীদের অবগত করে তাদের আপডেট থাকার পরামর্শ দিয়েছে এয়ার ইন্ডিয়া, স্পাইসজেট, আকাসা সহ বিভিন্ন উড়ান সংস্থাগুলি। শুধু তাই নয়, বিমানবন্দরে যাওয়ার আগে যাত্রীদের তাদের ওয়েবসাইটে নিজেদের ফ্লাইটের অবস্থান জানা ও আপডেট থাকার জন্য অনুরোধ করা হয়েছে ।