- Home
- India News
- বিহার ভোটে কতটা কার্যকরী হবে মোদী ম্যাজিক? গণতন্ত্রের উৎসবে সামিল হওয়ার বার্তা প্রধানমন্ত্রীর
বিহার ভোটে কতটা কার্যকরী হবে মোদী ম্যাজিক? গণতন্ত্রের উৎসবে সামিল হওয়ার বার্তা প্রধানমন্ত্রীর
Bihar Election 2025: জাতপাতের অঙ্ক থেকে এসআইআর। ভোটার তালিকা নিবিড় সংশোধনের পর বিহারে চলছে প্রথম দফায় ভোট গ্রহণ। বিহার বিধানসভা নির্বাচনের সকালে বিহারবাসীকে বিশেষ বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বিস্তারিত জানুন…

শুরু বিহার বিধানসভা নির্বাচন ২০২৫
এসআইআর-এর প্রথমবার বিহারে বিধানসভা নির্বাচন। বৃহস্পতিবার সকাল থেকে চলছে বিহারের ১৮টি জেলায় ভোট গ্রহণ। ভোটার তালিকা নিবিড় সংশোধনের পর বিহারের এই ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এবার বিহারে চলছে ত্রিমুখী লড়াই। আজকে ভাগ্য নির্ধারণ হবে এনডিএ, মহাগঠবন্ধন ও প্রশান্ত কিশোরের দল জন সুরাজ। আর এই প্রথম দফাতেই ইভিএমে ভাগ্য বন্দি হবে তেজস্বী যাদব থেকে বিজেপির উপ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। বিজয়কুমার সিনহা। জেডিইউ সভাপতি উমেশ কুশওয়া। ভোজপুরি অভিনেতে কেশরীলাল যাদব। লোকসঙ্গীত শিল্পী মৈথিলী ঠাকুর। লালু প্রসাদ যাদবের ত্য়াজ্য পুত্র তেজপ্রতাপ যাদব।
ভোটারদের বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর
এসআইআর আবহে বিহারে হবে মোট দুই দফায় ভোট। আজ প্রথম দফায় চলছে ভোট গ্রহণ। এদিন ভোট শুরু হতেই সকাল সকাল নিজের এক্স হ্যান্ডেলে ভোটারদের বিশেষ বার্তা দিয়ে একটি পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি লেখেন, ‘’গণতন্ত্রের উৎসব। নির্বিঘ্নে ভোট দিন।''
बिहार में आज लोकतंत्र के उत्सव का पहला चरण है। विधानसभा चुनावों में इस दौर के सभी मतदाताओं से मेरा आग्रह है कि वे पूरे उत्साह के साथ मतदान करें। इस मौके पर पहली बार वोट डालने जा रहे राज्य के अपने सभी युवा साथियों को मेरी विशेष बधाई। याद रखना है- पहले मतदान, फिर जलपान!
— Narendra Modi (@narendramodi) November 6, 2025
বিহার ভোটে জাতপাতের অঙ্ক কতটা ?
বিহার ভোটে এবার প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি এনডিএ ও ইন্ডিয়া শিবিরকে সমানে সমানে বেগ দেবে বলে আগেই দাবি করেছেন পিকে। কারণ, বিহার ভোটে পিকের মূল অস্ত্রই হল শিক্ষিত-যুব সমাজ। জানা গিয়েছে, বিহার বিধানসভায় প্রথম দফায় ভোটে ১৮ থেকে ১৯ বছর বয়সী ভোটারদেরই সংখ্যা ৭ লক্ষ ৩৮ হাজার। ফলে সদ্য নতুন ভোটারদের ভোট টানতে মরিয়া সব পক্ষই। যাকে বলে একেবারে হাইভোল্টেজ ভোট।
বিহারে ত্রিমুখী লড়াই
২০২০ সালের পর ২০২৫ বিধানসভা নির্বাচনে এবারে বিহারে ত্রিমুখী লড়াই। ২০২০ সালের নির্বাচনের প্রথম দফায় ১২১টি আসনের মধ্যে ৬১টি আসনে জয় পেয়েছিল বিরোধী মহাজোট। এনডিএ শিবির পেয়েছিল ৫৯টি। কিন্তু এবার ত্রিমুখী লড়াইয়ে ভাঙবে চেনা ছক? এসআইআর কতটা প্রভাব ফেলবে ব্যালট ব্যাক্সে? উত্তর জানা যাবে ১৪ নভেম্বর।
ভোট ব্যাঙ্কের সমীকরণ
বিহারে বৃহস্পতিবার চলছে প্রথম দফায় নির্বাচন। আজকের এই নির্বাচন মূলত বিহারের গ্রামীণ অঞ্চলে। আর বিহার ভোটের সমীকরণ হিসেবে সব পক্ষের ইস্তেহারে উঠে এসেছিল মহিলাদের সুরক্ষা, সরকারি চাকরি, জল, বিদ্যুৎ সহ একাধিক আশ্বাস। তবে এখন দেখার ভোট বাক্সে এই সমীকরণ কতটা প্রভাব ফেলে।

