অষ্টম পে কমিশন ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে এবং ৬৮ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন। কমিউটেড পেনশন নিয়মে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে, সময়কাল ১৫ বছর থেকে কমিয়ে ১২ বছর করা হতে পারে। নূন্যতম বেতন ২৭ হাজার টাকা হতে পারে।
প্রকাশ্য আসা তথ্য বলছে অষ্টম পে কমিশন কার্যকর হলে শুধু যে পেনশন ভোগীদের আয় বাড়বে তা নয়, সঙ্গে বদল আসছে কমিউটেড পেনশন নিয়মে। সব মিলিয়ে জোড়া সুখবর পেনশনভোগীদের জন্য।
510
জানা যাচ্ছে, কমিউটেড পেনশন নিয়মে পরিবর্তন আসার সম্ভাবনা আছা প্রবল। অষ্টম পে কমিশন সুপারিশ হচ্ছে এমনটাই।
610
সুপারিশ অনুসারে, পেনশনভোগীরা যে সময়ের জন্য তাদের পেনশনের একটি অংশ কমিউট করেন সেই সময়কাল ১৫ বছর থেকে কমিয়ে ১২ বছর করা হোক। এর ফলে অনেক বেশি পেনশনভোগী দ্রুত তাদের পেনশন ফেরত পাবেন।
710
কমিউটেড পেনশন হল, পেনশনভোগীরা তাদের মাসিক পেনশন থেকে একটা অংশ এককালীন তুলে নিয়ে পারেন। এই সুবিধাটি ১৫ বছরের জন্য পাওয়া যায়। এরপর আবার পুরো পেনশন চালু হয়।
810
অষ্টম পে কমিশন কার্যকর হলে, এই কমিউটেড পেনশনের সময় ১৫ থেকে ১২ বছর করা হতে পারে।
910
এরই সঙ্গে বাড়বে বেতন। শোনা যাচ্ছে, নূন্যতম বেতন হবে ২৭ হাজার টাকা। ফিটমেন্ট ফ্যাক্টরের ওপর নির্ভর করে বাড়বে পেনশন।
1010
তবে, আপাতত কোনও ঘোষণাই হয়নি সরকারের পক্ষ থেকে। ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে অষ্টম বেতন কমিশন।