8th Pay Commission: কবে থেকে কার্যকর হচ্ছে অষ্টম পে কমিশন? প্রকাশ্যে এল নয়া তথ্য
২০২৬ সালে এই কমিশন গঠনের কথা থাকলেও চলতি বছরেই এটি ঘোষণা করা হয়েছে। বেতন ১৮ হাজার থেকে বেড়ে ৫১,৪৮০ টাকা হতে পারে এবং আয় ৩০ থেকে ৩৪ শতাংশ বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।

কেন্দ্রীয় সরকারের বর্তমান ও অবসর প্রাপ্ত কর্মীদের আয় বৃদ্ধি হতে চলেছে শীঘ্রই। চলতি বছরের শুরুতেই ঘোষণা হয়েছিল অষ্টম পে কমিশন।
প্রতি দশ বছর অন্তর কর্মীদের বেতন বৃদ্ধির খাতিরে গঠিত হয় পে কমিশন। এবার ২০২৬ সালে সেই কমিশন গঠন হওয়ার পালা।
চলতি বছরের শুরুতেই এই অষ্টম পে কমিশন ঘোষণা করেছে। এটি কার্যকর হলে এক দ্বারা ভাতা, পেনশন, বেতন সংশোধনের লক্ষ্যে অষ্টম পে কমিশন বাস্তবায়নের অনুমোদন দিয়েছে।
এর দ্বারা উপকৃত হবেন ১ কোটি কেন্দ্রীয় কর্মী। ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী।
প্রতিরক্ষা অবসরপ্রাপ্ত-সহ প্রায় ৬৫ লক্ষ কেন্দ্রীয় সরকারি পেনশনভোগী, সর্বশেষ কমিশনের কারণে উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
অষ্টম পে কমিশনের অধীন বেতন বৃদ্ধির শতাংশ সম্পর্ক সম্পর্কে সরকার আনুষ্ঠানিকভাবে কোনও পরিসংখ্যান না দিলেও ফিটমেন্ট ফ্যাক্টর কর্মচারীদের বেতন বৃদ্ধি পাবে।
শোনা যাচ্ছে, বেতন ১৮ হাজার থেকে বেড়ে হবে ৫১,৪৮০ টাকা। সরকারি কর্মচারী এবং পেনশন ভোগীদের বেতন বাড়বে।
৩০ থেকে ৩৪ শতাংশ আয় বাড়বে বলে আশা সকলের। এবার জানা গেল কবে থেকে বাড়বে আয়।
প্রকাশ্যে আসা রিপোর্ট বলছে এবার ১ জানুয়ারি থেকে বাড়বে বেতন। সব ঠিক থাকলে নতুন বছর থেকে বেতন বাড়বে।
সব মিলিয়ে শীঘ্রই উপকৃত হবেন কেন্দ্রীয় সরকারের বর্তমান ও অবসর প্রাপ্ত কর্মীরা। শীঘ্রই প্রায় তিন গুনের কাছে আয় বাড়তে চলেছে কর্মীদের।

