গণেশের আরাধনায় মাতোয়ারা গোটা দেশ, সোশ্যাল মিডিয়ায় উঠে এল সেই ছবি

Published : Sep 02, 2019, 11:42 AM ISTUpdated : Sep 02, 2019, 04:06 PM IST
গণেশের আরাধনায় মাতোয়ারা গোটা দেশ, সোশ্যাল মিডিয়ায় উঠে এল সেই ছবি

সংক্ষিপ্ত

গণেশ পুজোয় মাতলো গোটা দেশ  সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে সেই ছবি  নানা রকমের গণেশ দেখা যাচ্ছে মহারাষ্ট্রে  শুধু মহারাষ্ট্রই নয় অন্যত্রও এই একই ছবি দেখা যাচ্ছে

 'গণপতি বাপ্পা মড়িয়া' এখন এই মন্ত্রই দ্ধনিত হচ্ছে সর্বত্র। প্রতি বছরের মত এবছরও গণেশ চতুর্থীর ছবিটা একই। আর এই উৎসবেই এখন মেতে উঠেছে গোটা দেশ। মুম্বই থেকে শুরু করে মহারাষ্ট্রের সর্বত্র মানুষ মেতেছেন গণেশ পুজোর আনন্দে। সেই সঙ্গে নানা রকমের গণেশের ছবি উঠে আসছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। কোথাও বালি দিয়ে তৈরি গণেশ তো কোথাও নারকেল দিয়ে তৈরি। নয় হাজারেরও বেশি নারকেল দিয়ে তৈরি হয়েছে কর্ণটকের একটি গণেশ। এছাড়াও সমুদ্র তিরবর্তী অঞ্চলে দেখা মিলেছে বালি দিয়ে তৈরি গণেশের। যা ইতি মধ্যেই সকলের নজর কেরেছে।

আরও পড়ুন- গণেশ বন্দনাতেও পরিবেশ সচেতনতা, অভিনব মূর্তি গড়ে তাক লাগালেন এই শিল্পী

সকলে মনে করে এই গণেশ চতুর্থির দিন গণেশ পুজো করলে তিনি ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেন। এই দিনই নাকি জন্মগ্রহণ করেছিলেন সিদ্ধিদাতা গণেশ তাই এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ সকলের কাছে। সব ভক্তরাই এই দিনটিতে বিশেষ ভাবে গণেশের অর্চনা করে থাকেন। আর সেই কারণেই সকলে এই ভাবে মেতে উঠেছে এই পুজো নিয়ে। প্রতি বছরই এদেশের প্রায় সর্বত্র এই পুজো হয়ে থাকে। এর মধ্যেই মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গোয়া, গুজরাট, তামিলনাড়ু -তে এই পুজোর প্রভাব সবথেকে বেশি। সেখানে ইতিমধ্যেই মানুষ মেতে উঠেছে এই পুজোর আনন্দে। আর সেই ছবিই এখন উপচে পড়ছে সোশ্যাল মিডিয়ায়।  

       

PREV
click me!

Recommended Stories

নতুন শ্রম আইনে আপনার বেতনের পরিমাণ খুব বেশি কমবে না,কারণ জানাল মন্ত্রক
যাত্রীদের সমস্যার 'ক্ষতে' ১০০০০ টাকার 'মলম'! IndiGo ভাউচার ঘোষণা করল