শীতের শুরুতেই দূষণ যন্ত্রণায় জেরবার দিল্লি, রাজধানীর বাতাসে বিষে ক্রমশ কমছে দৃশ্যমানতা

Published : Dec 14, 2025, 10:10 AM IST

Delhi Air Pollution: ধোঁয়ায় ঢেকেছে রাজধানী দিল্লির বাতাস। দিওয়ালির পর থেকে দূষণের মাত্রা তীব্র হচ্ছে দিল্লিতে। শীতের শুরুতেই পরিস্থিতি আরও ভয়াবহ। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
দিল্লির বাতাসে বিষ

শীতের শুরুতেই কুয়াশা নয়, ধোঁয়াশার চাদরে ঢেকেছে রাজধানী দিল্লির আকাশ বাতাস। ক্রমশ অবনতি ঘটছে আবহাওয়ার পরিস্থিতির। ঘন কুয়াশা ও বিষাক্ত স্মগে আচ্ছন্ন হয়ে পড়েছে দিল্লি।  অক্ষরধাম এলাকার একটি অংশে দৃশ্যমানতা নেমে এসেছে ১০০ মিটারেরও নিচে, যার ফলে যানবাহন তো বটেই, অক্ষরধাম মন্দিরও প্রায় অদৃশ্য হয়ে পড়েছে। বাড়ছে এই ধোঁয়াশা নিয়ে উদ্বেগ। 

25
আরও নামল বায়ুর গুণমান

বায়ুর গুণমান সূচক (AQI) ‘অতি গুরুতর’ পর্যায়ে নেমে যাওয়ায় প্রশাসন গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যানের চতুর্থ ধাপ (GRAP-4) কার্যকর করেছে। এর আওতায় সমস্ত নির্মাণ ও ভাঙচুর কার্যকলাপের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, স্কুলগুলোতে হাইব্রিড পদ্ধতিতে পঠনপাঠন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গোটা অঞ্চলে পরিবহণ ব্যবস্থার উপর আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।

35
বায়ু মান সূচক কত?

শনিবার বায়ু মান সূচক (AQI) নেমে দাঁড়ায় ৪৪১-এ। বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, ডিসেম্বর ও জানুয়ারিতে শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও অবনতি হতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাতাসের গতি না বাড়লে বিপজ্জনক ধোঁয়াশার স্তর শিগগিরই কাটার সম্ভাবনা কম।

45
দৃশ্যমানতার অভাব

কোনও কোনও অঞ্চলে দৃশ্যমানতা পৌঁছেছে শূন্যে। গড় একিউআই তথা দূষণের মাত্রা সাড়ে চারশোর সামান্য বেশি থাকলেও বহু অঞ্চলই পাঁচশো প্রায় ছুঁয়ে ফেলেছে। এর মধ্যে রয়েছে রোহিণী (৪৯৯), বাওয়ানা (৪৯৮), বিবেক বিহার (৪৯৫), অশোক বিহার (৪৯৩), ওয়াজিরপুর (৪৯২), নারেলা (৪৯২) ও আনন্দ বিহার (৪৯১)। শহরের অন্যপ্রান্তের অঞ্চলগুলিতেও একই ছবি। আইটিও (৪৮৫), মুন্ডকা (৪৮৬), পাঞ্জাবি বাগ (৪৭৮), নেহরু নগর (৪৭৬), চাঁদনি চক (৪৭০), ওখলা (৪৭০)। তুলনামূলক ‘সবুজ পকেট’ হিসেবে চিহ্নিত লোধি রোড (৪০০) বা নজফগড়ও (৪০৪)

55
বায়ু দূষণে জেরবার রাজধানী

এদিকে রাজধানী দিল্লিতে দীপাবলির প থেকে ক্রমশ খারাপ হচ্ছে আবহাওয়ার পরিস্থিতি। দূষণের চাদরে ঢেকে গিয়েছে দিল্লির আকাশ-বাতাস। এই অবস্থায় গত মাসে ক্লাউড সিডিং করিয়েও বিশেষ লাভ হয়নি প্রশাসনের।  দিল্লির দূষণ সেই একই অবস্থাতে রয়েছে। 

Read more Photos on
click me!

Recommended Stories