নিজের নামে জমি থাকলে প্রায় দেড় লক্ষ টাকা দেবে কেন্দ্র! আবেদন করা যাবে মোবাইল থেকেই

Published : Dec 14, 2025, 10:15 AM IST

দুর্দান্ত ঘোষণা কেন্দ্রের মোদী সরকারের। নিজের নামে জমি থাকলেই কেন্দ্রের তরফ থেকে মিলবে প্রায় দেড় লক্ষ টাকা! কীভাবে পাবেন, কীভাবে আবেদন করবেন, রইল এই প্রতিবেদনে তার বিস্তারিত তথ্য।

PREV
112

নিজের নামে জমি থাকলেই কেন্দ্রের তরফ থেকে মিলবে প্রায় দেড় লক্ষ টাকা! কীভাবে পাবেন, কীভাবে আবেদন করবেন, রইল এই প্রতিবেদনে তার বিস্তারিত তথ্য।

212

গৃহহীনদের পাকা বাড়ি দেওয়ার লক্ষ্যে সারা দেশ জুড়ে চালু হয় প্রধানমন্ত্রী আবাস যোজনা বা PM Awas Yojana Scheme. এই প্রকল্পের মাধ্যমে যাদের নিজের পাকা বাড়ি নেই, তাদের বাড়ি বানানোর টাকা দেওয়া হয়। PMAY প্রকল্পের মাধ্যমে আবেদন করার পর প্রথমে সার্ভে হয়, এরপর আবাস যোজনা ঘরের লিস্ট প্রকাশিত হয়, এবং এর পর ৩ কিস্তিতে যোগ্য গ্রাহকদের একাউন্টে টাকা দেওয়া হয়।

312

২০২৬ সাল কারা আবাস যোজনায় টাকা পাবেন, তার আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তাই এই বছর যারা আবেদন করতে চান, আবেদন করার আগে নিচের প্রতিবেদন থেকে সমস্ত তথ্য জেনে নিন, এবং আগে থেকে কাগজ পত্র গুছিয়ে রাখুন।

412

পিএম আবাস যোজনায় ইতিমধ্যেই যারা আবেদন করেছেন, তাদের বাড়ি বাড়ি সার্ভে শুরু হয়ে গেছে। প্রথমে জেনে নিন, তারা এখন কি করবেন। কারন সার্ভে এর সময় সঠিক নিয়ম না মানলে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের লিস্টে তাদের নাম নাও থাকতে পারে। যারা ইতিমধ্যেই আবেদন করেছেন, তাদের এই মাসেই বাড়িতে ভেরিফিকেসন করতে আসতে পারে। তাই এখনই কয়েকটি কাগজ গুছিয়ে রাখুন।

512

যেসমস্ত ডকুমেন্টস আবেদনের সময় আপলোড করেছেন

সেগুলো এক কপি করে জেরক্স করে রাখুন।

ফর্মটি প্রিন্ট আউট করে রাখুন।

জমির দলিল, পর্চা প্রভৃতি রেডি রাখুন।

পরিবারের ইনকাম সার্টিফিকেট রেডি রাখুন।

এই সমস্ত ডকুমেন্টস জমা দেয়া নাও লাগতে পারে। তবে কাগজ রেডি থাকলে, সরকারি সার্ভেওয়র কিছু জানতে চাইলে সেটি সাথে সাথে জানাতে পারবেন।

612

প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা

যাদের পাকা বাড়ি নেই, তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। এবং সমস্ত প্রক্রিয়ার পর যোগ্য আবেদনকারীদের নিয়ে আবাস যোজনা ঘরের লিস্ট প্রকাশিত হবে, এরপর তারা টাকা পাওয়ার জন্য হবেন। এবার আবাস যোজনা প্রকল্পের অধীনে, পাকা বাড়ি তৈরি বা ক্রয়ের জন্য ক্যাটাগরি ভেদে বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা দেওয়া হয়।

712

এই প্রকল্পের আওতায়, নিজের নামে জমি থাকলে প্রতিটি যোগ্য পরিবারকে ১.২০ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়। এই টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়, যা বাড়ি নির্মাণে ব্যবহার করা যায়। এছাড়াও, নির্মাণ সামগ্রী ও ভর্তুকি প্রদানের মাধ্যমে সরকার সহায়তা করে। গ্রামীণ (PMAY-G) ও শহুরে (PMAY-U) উভয় এলাকার মানুষ এই সুবিধা পাচ্ছেন। এই প্রকল্প নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জীবনযাত্রার মান উন্নত করছে।

812

প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘরের টাকা কারা পাবেন?

কেবলমাত্র ভারতীয় স্থায়ী বসবাসকারী নাগরিকেরাই আবাস যোজনা ঘরের টাকা পেতে পারেন।

আবেদনকারীকে অবশ্যই কাঁচা বাড়িতে বসবাস করতে হবে।

আবেদনকারী বা পরিবারের কেউ সরকারি চাকরি করলে আবাস যোজনার টাকা পাবেন না।

আবেদনকারী আয়করদাতা হলেও ঘরের টাকা পাবেন না।

জমির প্রয়োজনীয় বৈধ কাগজপত্র থাকতে হবে।

912

প্রধানমন্ত্রী আবাস যোজনায় কিভাবে আবেদন করবেন?

PMAY প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে বাড়ি বানানোর টাকা পেতে হলে অনলাইনে আবেদন করাই সবচেয়ে সহজ ও দ্রুত প্রক্রিয়া। তবে আবেদন করার আগে সমস্ত ডকুমেন্টস প্রস্তুত করে সাথে নিয়ে আবেদন শুরু করবেন।

1012

কিভাবে আবেদন করতে হয়, জেনে নিন।

প্রথমে আবাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

এরপর Citizen Assessment Option থেকে “Benefits on 3 Components” সিলেক্ট করুন।

এবার আধার ও মোবাইল OTP দিয়ে নিজের একাউন্টে লগিন করুন।

এখানে একাউন্ট রেজিস্টার না করা থাকলে, রেজিস্ট্রেশন করে নিন।

আর রেজিস্ট্রেশন করা থাকলে, Aadhaar Card/ USER ID দিয়ে লগ ইন করুন।

এরপর ফর্মে দেওয়া তথ্যগুলি পূরণ করে ছবি আপলোড করুন।

এরপর ক্যাপচা কোড লিখে সাবমিট বাটনে ক্লিক করুন।

সাকসেস হলেই আপাতত আপনার কাজ শেষ।

Applicaton Id নম্বর কোথাও লিখে রাখুন, এটা পরে কাজে লাগবে।

1112

সঠিক ভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনা বা PM Awas Yojana Scheme প্রকল্পে আবেদন করলে খুব শীঘ্রই সার্ভে শুরু হবে। এবং ঠিক নিয়ম ও শর্তাবলী মেনে আবেদন করলে, আবাস যোজনা ঘরের লিস্টে নাম উঠবে, এরপর এই প্রকল্পের টাকা পেয়ে যাবেন।

1212

যারা আগেই আবেদন করেছেন, এবং যাদের লিস্টে নাম রয়েছে, তারা শীঘ্রই ঘরের টাকা পাবেন। যারা এখনও টাকা পাননি, তারা জানুয়ারি মাস পর্যন্ত অপেক্ষা করুন। খুব শীঘ্রই PMAY প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের লিস্ট প্রকাশিত হবে।

Read more Photos on
click me!

Recommended Stories