১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিন। দেশজুড়ে নানান অনুষ্ঠানের মধ্য়ে দিয়ে পালন করা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। কিন্তু মোদীর জন্মদিনের আগেই জেনে নিন তাঁর প্রিয় খাবার কোনগুলি, কী কী খাবার পছন্দ করেন নরেন্দ্র মোদী।
26
খিচুড়ি
বাঙালিদের প্রিয় খাবার খিচুড়ি। ভোগের অন্ন থেকে যে কোনও অনুষ্ঠান- সর্বত্রই খুচুড়ি চলে বাঙালিদের। সেই খিচুড়ি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রিয় খাবার - তেমনই শোনা যায়। আরও জানা যায় তিনি যখন গুজরাটে নিজের বাড়়িতে যেতেন তখনই তাঁর মায়ের হাতে নিরামিশ খিচুড়ি খেতেন।
36
মাশরুম
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাশরুম খেতে পছন্দ করেন। এমনটাই গুঞ্জন দিল্লিতে। তাঁর বিরোধী রাজনৈতিক দলের সদস্যদেরও দাবি মোদী মাশরুম খেতে পছন্দ করেন। তবে যেসে মাশরুম নয়। একটা সময় কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে বিজেপির সদস্য় অল্পেশ ঠাকুর অভিযোগ করেছিলেন মোদী যে মাশরুম খান তার দাম ৮০ হাজার টাকা। আইওয়ান থেকে আনা হয়।
আরও পাঁচজন গুজরাটির মতই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধোকলা খেতে পছন্দ করেন। সুজি বা বেসন দিয়ে তৈরি হয় ধোকলা।
56
ভাত-ডাল-রুটি
দেশের বাকি বাসিন্দাদের মতই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সাধারণ ভাত,ডাল, রুটি , সবজি সেলাদ খেতে পছন্দ করেন। তিনি নিরামিষ খাবারই খান।
66
শ্রীখণ্ড
ভারতীয়দের মতই শেষপাতে মিষ্টিমুখ করতে পছন্দ করেন নরেন্দ্র মোদী। শোনা যায় তাঁর প্রিয় মিষ্টি শ্রীখণ্ড। এটি গুজরাটের জনপ্রিয় একটি মিষ্টি। মূলত দই এলাচ দিয়ে তৈরি হয়। যদিও এই মিষ্টিতে অনেক সময় আম বা অন্যান্য মিষ্টি ফল, কাজু, কিশমিশ যোগ করা হয়।