প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের বাড়ির গণেশ পুজোয় হাজির প্রধানমন্ত্রী মোদী! নয়া সমীকরণের ইঙ্গিত?

ডিওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud) এর বাড়ির পুজোয় উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদী। সেই ছবি এখন ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। রাজনৈতিক মহলে এই ছবি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

Parna Sengupta | Published : Sep 11, 2024 6:56 PM IST

আরজি কর নিয়ে উত্তাল দেশ। তারই মধ্যে দেখা মিলল অন্যরকম ছবির। বুধবার রাতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নয়াদিল্লির সরকারি বাসভবনের অন্দরের দৃশ্য এখন ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। সম্প্রতি গণেশ চতুর্থীতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud) এর বাড়ির পুজোয় উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদী। সেই ছবি এখন ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। রাজনৈতিক মহলে এই ছবি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

এখান থেকেই নয়া সমীকরণের ইঙ্গিত পাচ্ছেন মানুষ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud) এর বাড়ির গণেশ পুজোয় উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আরজিকর কাণ্ডের আঁচ যখন প্রায় গোটা দেশে ছড়িয়ে পড়েছে, সুপ্রিম শুনানি নিয়ে উঠতে শুরু করেছে নানান প্রশ্ন, তখন এই ছবি নতুন করে গুঞ্জন তুলল বিভিন্ন মহলে।

Latest Videos

যে ছবি ভাইরাল হয়েছে সেখানে প্রধানমন্ত্রীকে আরতির থালা হাতে গণপতির সামনে পুজো করতে দেখা গিয়েছে। তাঁর একদিকে দাঁড়িয়ে প্রধান বিচারপতি এবং অন্য পাশে প্রধান বিচারপতির স্ত্রী কল্পনা দাস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাথায় এদিন দেখা গিয়েছে মহারাষ্ট্রীয় টুপি। এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে নরেন্দ্র মোদী লিখেছেন, ‘প্রধান। বিচারপতি ডিওআই চন্দ্রচূড় জির বাসভবনের গণেশ পুজোয় যোগদান করেছিলাম। ভগবান শ্রী গণেশ সকলকে সুখ, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্যের আশীর্বাদ করেন’।

উল্লেখ্য, সাম্প্রতিক বেশ কিছু রায়ে কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করতে দেখা গিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে। আরজিকর কাণ্ডে সম্প্রতি সুপ্রিম কোর্টের দ্বিতীয় শুনানিতে আমজনতার একাংশকে অসন্তোষ প্রকাশ করতে দেখা গিয়েছে। এমতাবস্থায় চন্দ্রচূড়ের সঙ্গে প্রধানমন্ত্রীর এই ছবি একাধিক প্রশ্নও তুলে দিয়েছে।

অপর একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে সস্ত্রীক প্রধানমন্ত্রীকে নিজেদের বাসভবনে স্বাগত জানাতেও দেখা গিয়েছে ডিওআই চন্দ্রচূড়কে। প্রতি বছর দশ দিন ব্যাপী গণপতি বাপ্পার আরাধনা করে থাকেন প্রধান বিচারপতি। এদিন পুজোয় যোগ দেন প্রধানমন্ত্রী।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

BJP Live: আর জি কের ঘটনার প্রতিবাদে BJP-র ধর্না, দেখুন সরাসরি
'এখনও, যদি কেউ! ভূতে মেরে দিয়ে গেল নাকি!' ঝাঁঝিয়ে উঠে যা বলে দিলেন দিলীপ | Dilip Ghosh | RG Kar News
প্রাকৃতিক দুর্যোগে মাথায় হাত! প্রতিমা তৈরির খরচ বৃদ্ধিতে চিন্তিত মৃৎশিল্পীরা | Durga Puja 2024
দেশের সম্প্রতিক অবস্থা নিয়ে চিন্তিত দেশবন্ধুর উত্তরসূরি প্রসাদ রঞ্জন দাশ, দেখুন কী বললেন | RG Kar
অনুদান ফেরালো মহিলারা! 'পরের বছর যদি না দেয় দেবে না' সাফ জানিয়ে দিল পুজো কমিটি | RG Kar Protest |