ফের কোভিড ১৯ আতঙ্কের গ্রাসে বিশ্ব, আজ জরুরি বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

দেশের কোভিড পরিস্থিতি নিয়ে পর্যালোচনার জন্য বৃহস্পতিবার উচ্চ পর্যায়ের বৈঠকের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বিকেলেই সেই বৈঠক সংগঠিত হবে বলে জানা যাচ্ছে।

চিনে কোভিডের বারবারন্তে আতঙ্ক ছড়িয়েছে ভারতেও। বড়দিনের মুখে দেশে ফের কোভিডের সংক্রমণ বাড়ায় নরেচরে বসেছে কেন্দ্র থেকে রাজ্য। ইতিমধ্যেই দেশের করোনা পরিস্থিতি নিয়ে বুধবার পর্যালোচনা বৈঠকে বসার কথা ছিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবীয়ের। এবার দেশের কোভিড পরিস্থিতি নিয়ে পর্যালোচনার জন্য বৃহস্পতিবার উচ্চ পর্যায়ের বৈঠকের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বিকেলেই সেই বৈঠক সংগঠিত হবে বলে জানা যাচ্ছে। উল্লেখ্য ইতিমধ্যেই দেশে নতুন করে ৪টি ওমিক্রনের সাব ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে। এর মধ্যে গুজরাত ও ওড়িশায় দু'টি বিএফ.৭ ভ্যারিয়েন্টেরও হদিশ মিলেছে। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থাকে গুজরাত স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছিল অক্টোবর নভেম্বরে বেশ কিছুজন ওমিক্রনের বিএফ.৭ ও বিএফ.১২-এ আক্রান্ত হয়েছিল। কিন্তু সেই সময় হোম আইসোলেশনে রেখে তাদের চিকিৎসা করায় তাঁরা দ্রুত সুস্থ হয়ে উঠেছিলেন। কিন্তু সম্প্রতি ফের বিএফ.৭ সাব ভ্যারয়েন্টে আক্রান্ত রোগীর খোঁজ মেলে গুজরাতে। এবার পরিস্থিতি খতিয়ে দেখতে জরুরি বৈঠকের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

উল্লেখ্য গতকালই কেন্দ্রের তরফ থেকে মাস্ক ব্যবহার ও কোভিড বিধি পুনরায় চালু করার পরামর্শ দেওয়া হয়েছিল কিন্তু এখনও পর্যন্ত কোথাওই কোভিড বিধি মানা হচ্ছে না। যদিও কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে এক্ষুনি আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি নয়। তবে কোনও জমায়েত বা জনবহুল এলাকায় মাস্ক ব্যবহার করা প্রয়োজন বলেও উল্লেখ করা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। ইতিমধ্যেই দেশের একাধিক বিমানবন্দরে আর্ন্তজাতিক বিমানের ক্ষেত্রে যাত্রীদের কোভিড পরীক্ষা করা শুরু হয়েছে। যেসব রাজ্যে কোভিডের নতুন ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে কেন্দ্রীয় সরকার সেই রাজ্যগুলিকে সমস্ত কোভিড পজিটিভ কেসের স্যাম্পেল INSACOG জিনোম সিকোয়েন্সিং ল্যাবে পাঠানোর নির্দেশ দিয়েছে।

Latest Videos

প্রসঙ্গত, প্রায় তিন বছর পর শূন্যে নেমেছিল রাজ্যের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। কিন্তু তারপরই আবারও উদ্বগ বাড়াল রাজ্যের করোনা সংক্রমণ। মঙ্গলবারই রাজ্যে সাত জন কোভিড আক্রান্তের হদিশ মেলে। একজনের মৃত্যুও হয়। চিনে কোভিডের বাড়বাড়ন্তের মধ্যেই উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যের কোভিড আক্রান্তের সংখ্যা। এই মত পরিস্থিতিতে শীঘ্রই রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠকে বসতে পারে নজরদারি কোমিটি। সংক্রমণের বিষয়টি মাথায় রেখে নতুন করে মাস্ক পরা, শারীরিক দূরত্ববিধির ওপর জোর দেওয়ার কথাও ভাবা হচ্ছে। ভবিষ্যতে কী কী নির্দেশিকা জারি করা যেতে পারে তা নিয়ে নজরদারি কমিটির বৈঠকের সম্ভাবনা রয়েছে।

বুধবার গঙ্গাসাগর মেলার প্রস্তুতির জন্য নবান্নর সভাঘরে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকেই রাজ্যের কোভিড পরিস্থির দিকে নজর রাখারা কথা বলেছেন তিনি। এদিন বৈঠকে রাজ্যের স্বাস্থ্য আধিকারিকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন,'চিনে যেভাবে করোনা ছড়াচ্ছে, আমাদের স্বাস্থ্য আধিকারিকদের বলব বিষয়টার দিকে একটু নজর রাখতে। যারা এই রোগ সম্পর্কে বোঝেন তাঁদের নিয়ে একটি কমিটি গঠন করুন। ওই দলকে নেতৃত্ব দেবেন রাজ্যের স্বাস্থ্যসচিব। থাকবেন ডিএম, ডিএইচএসও।'

আরও পড়ুন - 

চিনে করোনা সংক্রমণ বাড়তেই উদ্বেগ বাড়ল কেন্দ্র থেকে রাজ্যে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ করোনা নজরদারি কমিটি রাজ্যে

২০২১-এর বড়দিনে পার্ক স্ট্রিটে ভিড় করেছিলেন ৪ লক্ষ মানুষ, ২০২২-এ আগে থেকেই ভিড় ঠেকানোর প্রস্তুতি পুলিশ মহলে

কোভিড নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্যমন্ত্রীর উচ্চ পর্যায়ের বৈঠক, দেশে আবারও কি বড় ধরনের নিষেধাজ্ঞা জারি হতে যাচ্ছে?

Share this article
click me!

Latest Videos

শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari